কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত 

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৮ পিএম

আইসিটির ব্যবহারে তরুণ উদ্যোক্তাদের উৎসাহ প্রদান এবং তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী গুণাবলি বিকাশের লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ এর কেন্দ্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবারের তারুণ্যের উৎসবের প্রতিপাদ্য হলো ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। প্রেস বিজ্ঞপ্তি 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় তারুণ্যের উৎসব ২০২৫ এর কেন্দ্রীয় অনুষ্ঠান। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজনে আরো ছিল তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন, তারুণ্যের মেলা, ক্রিকেট ম্যাচ, অনলাইন কুইজ প্রতিযোগিতা, ‘এমপাওয়ারিং ইয়ুথ ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট’ ও ‘ইনোভেট টু এলিভেট ইয়ুথ এজ চেঞ্জ মেকার’ শীর্ষক দুটি সেমিনার, পুরষ্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। 

উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী। 

সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের (অতিরিক্ত সচিব), মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার উদ্দিন। একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই) এর প্রকল্প পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. আমিরুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নিয়ন্ত্রক (যুগ্মসচিব) এ. টি. এম. জিয়াউল ইসলাম, এটুআই ইনোভেশন এক্সপার্ট তৌফিকুর রহমান, পেনিনসুলা কনসোরটিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ এন শাহীন, কুমিল্লা জেলা প্রশাসক প্রতিনিধি পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক ও প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তারুণ্যের শক্তি, আবেগ এবং উদ্যোগী চেতনায় সমৃদ্ধ এই নতুন বাংলাদেশ পরিবর্তনের পথে এগিয়ে যেতে প্রস্তুত। প্রযুক্তি, সৃজনশীলতা এবং বিনোদনকে অন্তর্ভুক্ত করে সারা বাংলাদেশের সম্প্রদায়গুলোকে একত্রিত করতে দেশব্যাপী উদযাপিত তারুণ্যের উৎসব অগ্রণী ভূমিকা রাখবে। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সহযোগিতায়, তারুণ্যের উৎসব ২০২৫-এর লক্ষ্য হলো জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা।

Fj