পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের জুন মাসের এমপিওর অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ১০ জুন পর্যন্ত শিক্ষা অফিসারের মাদরাসা শিক্ষা অধিদফতরের মেমিস সেলে আবেদন পাঠানো যাবে।
শুক্রবার (৩০ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মাদরাসা শিক্ষা অধিদফতর।
এতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (মাদরাসা) শিক্ষক-কর্মচারীদের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এর আলোকে প্রতি মাসের ৪ তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রধান মেমিস সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে দাখিল করেন। প্রতি মাসের ৮ তারিখের মধ্যে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক মাদরাসা শিক্ষা অধিদফতরের মেমিস সেলে প্রেরণের নির্দেশনা রয়েছে।
আরও বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকায় জুন মাসের অনলাইন আবেদন ১ থেকে ৪ তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মেমিস সফটওয়্যারের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর পাঠাতে হবে। ১ থেকে ১০ তারিখের মধ্যে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক মাদরাসা শিক্ষা অধিদফতরের মেমিস সেলে পাঠানোর নির্দেশনা দেওয়া হলো।
