ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এইচএসসি পরীক্ষা: 

২য় দিনে অনুপস্থিত ২২৩৯১ পরীক্ষার্থী, বহিষ্কার ৪১

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৯:২০ পিএম

চলমান উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে কেন্দ্রে অনুপস্থিত ছিল ২২ হাজার ৩৯১ শিক্ষার্থী এবং বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে ৪১ জনকে।

রোববার (২৯ জুন) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো হয়েছে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, দেশের নয়টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ১৭ হাজার ৬৪১ শিক্ষার্থী। অনুপস্থিত ছিল ১৫ হাজার ৮৯৮ জন। বহিষ্কার করা হয় ২৩ পরীক্ষার্থীকে।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি প্রথমপত্র ও আরবি সাহিত্য বিষয়ের পরীক্ষায় ৪ হাজার ৪৯১ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ২ হাজার ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এ দিন মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ১০ জন ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে আট জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার দেশের দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় সাড়ে ১২ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

FJ
আরও পড়ুন