ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শনিবার আসছে শিক্ষকদের নতুন সংগঠন ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক লিংক- ইউটিএল’

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৯:৫০ পিএম

দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট সামনে রেখে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষকদের সংগঠন বিশ্ববিদ্যালয় শিক্ষক লিংক (ইউটিএল)।

আগামীকাল শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এর আত্মপ্রকাশ হবে। সংগঠনের অন্যতম উদ্যোক্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের এ সংগঠন ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের স্পিরিটকে সামনে রেখে গঠিত হতে যাচ্ছে। এ সংগঠনের মূল প্রতিপাদ্য- ‘জ্ঞান, বিশ্বাস, আত্মমর্যাদা ও স্বাধীনতা’। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল কাজ হবে শিক্ষা ও গবেষণার মান সমুন্নত রাখা, শিক্ষকদের মর্যাদা রক্ষা ও স্বাধীনভাবে শিক্ষকতা পেশায় মনোনিবেশসহ শিক্ষাক্ষেত্রের সঙ্গে সম্পৃক্ত বিষয়ের ওপর কাজ করা।

ড. বিলাল হোসাইন আরও বলেন, গত ১৫ জুলাই আমরা সংগঠনটির আত্মপ্রকাশের কথা ঘোষণা দেওয়ার পরপরই দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে সাড়া দিয়ে আমাদের এ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করছেন তা আশাব্যঞ্জক। আশা রাখি, শিক্ষাক্ষেত্রে আমাদের যে দীর্ঘদিনের সমস্যা রয়েছে তা এই সংগঠনের মাধ্যমে সম্মিলিতভাবে সমাধান করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতিয়ার রহমান বিশ্বাসকে আহ্বায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। কমিটির সদস্য হিসেবে থাকবেন দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

MMS
আরও পড়ুন