ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শহীদ সাঈদ ও ওয়াসিমের ‘স্ট্যাটাস’

এবার টিএসসিতে ‘উক্তি’সহ সাঈদীর ছবি প্রদর্শনী

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৬:৪৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি চত্বরে ছাত্রশিবিরের চিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার রেশ কাটতে না কাটতেই আবারও প্রদর্শন করা হলো জামায়াত নেতা মরহুম দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবি। তবে এবার ছবির সঙ্গে যুক্ত করা হয়েছে রংপুরের শহীদ আবু সাঈদ ও ছাত্রদল নেতা শহীদ ওয়াসিমের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্য।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ছাত্রশিবিরের পক্ষ থেকে টাঙানো ছবিতে ২০২৩ সালে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর আবু সাঈদ ও ওয়াসিমের দেওয়া ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট যুক্ত করা হয়।

জানা গেছে, ২০২৩ সালের ১৪ আগস্ট দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর আবু সাঈদ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক। বিদায় হে রাহবার।’

একদিন পর, ১৫ আগস্ট শহীদ ওয়াসিম তার ফেসবুক পোস্টে লেখেন, ‘একজনের মৃত্যুতে দেশব্যাপী অঘোষিত শোক চলছে, আরেকজনের আনুষ্ঠানিক শোকেও মানুষের শোক হয় না। ধর্মীয় ব্যক্তি ও ধর্মনিরপেক্ষ ব্যক্তির মধ্যে এটাই উজ্জ্বল উদাহরণ। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী কোটি মানুষের মনি কোঠায়।’

এর আগে ৫ আগস্ট টিএসসিতে ছাত্রশিবির আয়োজিত প্রদর্শনীতে স্থান পায় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি। এতে বামপন্থী ছাত্রসংগঠনগুলো তীব্র আপত্তি জানালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছবিগুলো সরিয়ে নেয়।

পরদিন, ৬ আগস্ট ছাত্রশিবির ফের প্রদর্শনী চালিয়ে যায়। সেদিন তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার বিভিন্ন ‘অসঙ্গতি’, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মন্তব্য এবং ‘ভুয়া সাক্ষ্যের’ ছবি প্রদর্শন করে। আর আজ যুক্ত করল আবু সাঈদ ও ওয়াসিমের সাঈদী প্রসঙ্গে স্ট্যাটাস।

MMS
আরও পড়ুন