ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাবির কোনো হলে শিবিরের কমিটি নেই: ফরহাদ

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৯:০২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে শিবিরের রাজনৈতিক কমিটি নেই। 

তিনি বলেন, শিবির হলভিত্তিক নয় বরং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্ররাজনীতিতে বিশ্বাসী।

শনিবার (৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফরহাদ বলেন, আমরা শিক্ষার্থীদের চাহিদা ও মতামতের ভিত্তিতে কিছু সেবামূলক কার্যক্রম পরিচালনা করি। এর মধ্যে ছিল তীব্র গরমে হলে পানির ফিল্টার সরবরাহ, স্বাস্থ্য ক্যাম্পেইন, নববর্ষে উপহার বিতরণসহ নানা উদ্যোগ। এসব কাজে কিছু আবাসিক শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হয়। কিন্তু কিছু পক্ষ প্রচার করছে, হলে হলে শিবিরের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে, যা সত্য নয়। 

মাস্টারদা সূর্য সেন হলে শিবিরের স্থাপন করা একটি পানির ফিল্টার ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া রোকেয়া হলে দেওয়া শিবিরের ফিল্টার, ছাত্র অধিকার পরিষদের ভেন্ডিং মেশিন এবং ছাত্রদলের দেওয়া ডাস্টবিন বয়কটের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

ফিল্টার স্থাপন প্রসঙ্গে ফরহাদ বলেন, শিক্ষার্থীদের মতামত ও হল প্রশাসনের অনুমতি নিয়েই ফিল্টার বসানো হয়েছিল। এলামনাইদের ফান্ড দিয়ে এগুলো উপহার হিসেবে দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা ব্যবহার না করতে চাইলে আমরা সরিয়ে নেব।

ফরহাদ আরও বলেন, শিবির শিক্ষার্থীদের ম্যান্ডেট মেনে রাজনীতি করে এবং সংবিধানের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেবে না। 

তিনি অভিযোগ করেন, ছাত্র ইউনিয়ন প্রথম জগন্নাথ হলে কমিটি দিয়েছে, তখন উমামা প্রতিবাদ করেনি কেন?

এর আগে শুক্রবার রাতে হলগুলোতে গুপ্ত ও প্রকাশ্য সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে রাতভর বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা জানান, ছাত্রদলের পাশাপাশি শিবিরেরও কমিটি বিদ্যমান। পরে রাত সাড়ে ৩টার দিকে হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

MMS
আরও পড়ুন