ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইবিতে নবীনবরণ, র‌্যাগিং নিয়ে কঠোর অবস্থানে প্রশাসন

  

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৭:১৯ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে।  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান জানিয়েছেন, নবীনদের র‌্যাগিংয়ে জড়িতদের বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। 

সোমবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো নিজস্ব আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়। প্রথমদিনেই শিক্ষার্থীদের দেওয়া হয়েছে অ্যাকাডেমিক ক্যালেন্ডার। বিশ্ববিদ্যালয়কে র‌্যাগিংমুক্ত রাখতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ইতোমধ্যে মাইকিং করে র‌্যাগিং বিরোধী প্রচার প্রচারণা চালিয়েছেন তারা। 

এদিকে নবীনদের র‌্যাগিংয়ে জড়িতদের বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান। 

_iu  (1)

তিনি বলেন, আমরা র‌্যাগিং নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছি। তিনদিন ধরে আমরা র‌্যাগিং সচেতনায় মাইকিং করছি। এছাড়া বিভাগগুলোতে কাউন্সিলর নিয়োগ, হল ও বিভাগে সচেতনতামূলক আলোচনা সভা এবং পোস্টার লাগানো হবে। কোনো র‌্যাগিংয়ের ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেবো।
 
এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৮টি অনুষদের অধীনে ৩৬টি বিভাগে মোট ২ হাজার ৪৪৭ টি আসনের মধ্যে ২ হাজার ৪০৪ শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেছেন। এছাড়া ফাঁকা ৪৩টি আসনের বিষয়ে বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কমিটির মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার শহীদুল ইসলাম। 

LH/MMS
আরও পড়ুন