ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সেন্ট গ্রেগরী কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৮:৩৫ পিএম

রাজধানীর সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো সিএসসি।

তিনি বলেন, ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার (১৮ আগস্ট) প্রকাশ করা হবে। ফলাফল কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে জানা যাবে।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলে ১০টা ১৫ মিনিট পর্যন্ত।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছর সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজে উচ্চমাধ্যমিকে বিভিন্ন বিভাগে ৪৬০টি শূন্য আসনের বিপরীতে শিক্ষার্থীদের আবেদন শুরু হয়। বিভাগভিত্তিক আসন বিন্যাসে বিজ্ঞান বিভাগে ৩০০টি, মানবিক বিভাগে ৮০টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৮০টি আসন রয়েছে।

ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা https://sghscdhaka.edu.bd/admission  এই লিংকে ক্লিক করে অথবা সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইটে Admission লিংকে প্রবেশ করে ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।

LH/MMS
আরও পড়ুন