ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডাকসু নির্বাচন

মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে প্রার্থীদের ভিড়

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ছিল প্রার্থীদের ব্যাপক ভিড়।সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে মনোনয়ন ফরম সংগ্রহে প্রার্থীদের ভিড় দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, প্রার্থীদের সঙ্গে আসেন তাদের সমর্থকরাও। আগে মনোনয়ন ফরম যারা নিয়েছেন তারা জমা দিচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী ও রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর প্রার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে রিটার্নিং কর্মকর্তার অফিসজুড়ে।  

মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে কেন্দ্রীয় ডাকসুর বিভিন্ন পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন প্রায় শতাধিক প্রার্থী- এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্টরা।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ডাকসুকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশে। শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি হিসেবে যোগ্য প্রার্থীকেই বেছে নেবে।

আগামী ২১ আগস্ট পর্যন্ত প্রার্থীদের বাছাই প্রক্রিয়া চলবে। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫ আগস্ট।

SN
আরও পড়ুন