ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এইচএসসি পরীক্ষার অব্যয়িত অর্থ ফেরত দিচ্ছে শিক্ষা বোর্ড

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৯:২১ পিএম

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার অব্যয়িত কেন্দ্র ফি ও বোর্ড ফি শিক্ষার্থীদের মাঝে ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষা বোর্ড। ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক তালিকা প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এই অর্থ সংগ্রহ করতে পারবে। 

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে রাজশাহী বোর্ড জানিয়েছে, যেসব পরীক্ষার্থী ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিলেন, কিন্তু নির্দিষ্ট কিছু খাতে অর্থ ব্যয় হয়নি, সেসব খাতে জমাকৃত অর্থ ফেরত দেওয়া হবে। অর্থ ফেরতের এই উদ্যোগ নেয়া হয়েছে পূর্বঘোষিত নীতিমালার ভিত্তিতে। 

এদিকে ছাত্রছাত্রীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ফরম পূরণ বাবদ আদায়কৃত অর্থের ১০ শতাংশ এবং আইসিটি ব্যবহারিক বিষয়ের জন্য আদায় করা ফি থেকে পরীক্ষার্থীপ্রতি ২০ টাকা ফরম পূরণ ও আনুষঙ্গিক কাজের জন্য ব্যয় নির্বাহ করবে।

অন্যদিকে এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার্থীপ্রতি সংশ্লিষ্ট কেন্দ্রকে ১৬০ টাকা হারে প্রদান করবে। এই অর্থ পরীক্ষার গোপনীয় কাগজ পরিবহন ও বোর্ডে জমাদান, সংরক্ষণ এবং প্রশাসনিক ব্যয় নির্বাহ করবে। 

এর আগে, ২০২০ সালে করোনার কারণে পরীক্ষা বাতিল হওয়ায় প্রথমবারের মতো অব্যয়িত অর্থ ফেরতের নির্দেশনা দেওয়া হয়। তখন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সিদ্ধান্তে জানানো হয়েছিল, বোর্ড ও কেন্দ্র ফি বাবদ শিক্ষার্থীদের অতিরিক্ত গৃহীত অর্থ ফেরত দিতে হবে।

সেখানে বলা হয়, যেসব পরীক্ষার্থী পরীক্ষার ফরম পূরণ করেছিলেন তাদের প্রতি পত্রের জন্য বোর্ড নির্ধারিত ফি থেকে পত্রপ্রতি ৩০ টাকা করে এবং ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্রপ্রতি আরও ১০ টাকা শিক্ষা বোর্ড থেকে ফেরত প্রদান করা হবে। এই অর্থ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে, সেখান থেকে শিক্ষার্থীদের হাতে এর অর্থ ফেরত দিত হবে।

এছাড়া পরীক্ষার্থী প্রতি ২০০ টাকা করে এবং আইসিটি বিষয়ক পরীক্ষার্থীদের অতিরিক্ত আরও ২৫ টাকা ফেরত দেয়া হবে। আইসিটি ছাড়া সব ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্রপ্রতি অতিরিক্ত ৪৫ টাকা করে ফেরত দেয়া হবে। পরীক্ষার্থী কেন্দ্র ফি বাবদ ব্যয় না হওয়া অর্থ প্রতিষ্ঠান থেকে গ্রহণ করবে। 

LH/FJ
আরও পড়ুন