ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের নিরাপত্তায় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। মঙ্গলবার (২৬ আগস্ট) এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের সাত দিন আগে থেকে বিশ্ববিদ্যালয়ের হলে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না। ভোটের দিন ও এর আগের দিন মেট্রোর টিএসসি স্টেশন বন্ধ থাকবে এবং ওই সময়ে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশও নিষিদ্ধ।
কমিশন আরও সতর্ক করেছেন, নির্বাচনী প্রচারণার সময় যদি কোনো প্রার্থী মুক্তিযুদ্ধ, পারিবারিক বা ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে কাউকে অপদস্থ করার চেষ্টা করেন, তবে প্রার্থিতা বাতিলসহ ছাত্রত্বও রদ করা হতে পারে।
ভোট আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টায় শুরু হবে। আজ থেকে ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। প্রার্থীরা ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রচার চালাতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচার সম্ভব, তবে ছাত্রীদের হলগুলোতে রাত ১০টার পর প্রচার নিষিদ্ধ।
গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ২১ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়া ৩৪ জন প্রার্থীর আপিল যাচাই-বাছাই শেষে সব মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
নির্বাচনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন উর্ধ্বতন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের নির্বিঘ্ন ভোট ও সুষ্ঠু গণনা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৃত্তি নিয়ে জাপানে উচ্চশিক্ষা, মিলবে নগদ অর্থ