২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদন শুরু হচ্ছে রোববার (৩১ আগস্ট)। সকাল ৯টা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এ প্রক্রিয়া শেষ হবে। একাদশের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫’ অনুযায়ী ভর্তির জন্য তৃতীয় পর্যায়ে অনলাইনে আবেদন গ্রহণ রোববার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হবে। চলবে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত।
এদিকে দ্বিতীয় ধাপের আবেদন গত ২৫ আগস্ট শেষ হয়েছে। এ পর্যন্ত পৌনে দুই লাখ শিক্ষার্থী আবেদন করেছেন বলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ফল প্রকাশ করা হয়। ভর্তির লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন নিশ্চায়নের শেষ সময় ছিল শনিবার (৩০ আগস্ট) রাত ৮টা।
একাদশে ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য কেন্দ্রীয় ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) জানা যাবে।
আটদিনে একাদশ ভর্তিতে যতো আবেদন পড়লো