ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডাকসু নির্বাচন

ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচিত হবেন কাল

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের প্রচার কার্যক্রম শেষ হয়েছে রোববার (৭ সেপ্টেম্বর)। এখন অপেক্ষা শুধু ব্যালটের মাধ্যমে নেতৃত্ব বেছে নেওয়ার।

চলতি বছরের ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৫ জন। এদের মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন নারী ভোটার, যা মোট ভোটারের ৪৭ দশমিক ৫৪ শতাংশ। এবার ৪৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (এজিএস)সহ মোট ২৮টি পদে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ৮টি কেন্দ্রে বুথ সংখ্যা বাড়িয়ে ৮১০টি করা হয়েছে যাতে ভোটগ্রহণ নির্বিঘ্ন হয়। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেষ দিনে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ছাত্রদল মনোনীত প্যানেল, শিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, বাম-সমর্থিত প্রতিরোধ পর্ষদ, উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যসহ মোট ১০টি প্যানেল এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন।

প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগও তুলেছেন। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমল্লার বসু অস্ত্রোপচারের পর হুইলচেয়ারে বসে প্রচারে অংশ নেন, যা ভোটারদের মধ্যে আবেগ ছড়িয়েছে।

ডাকসু নির্বাচনের এবারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো নারী ভোটারদের সক্রিয়তা ও প্রভাব। ৫টি ছাত্রী হলে থাকা প্রায় ১৯ হাজার ভোটার কার পক্ষে রায় দেবেন, তা নির্ধারণে প্রার্থীরা শেষ মুহূর্তে নারী শিক্ষার্থীদের আকৃষ্ট করতে ‘প্রজেকশন মিটিং’ করেছেন।

বিশ্লেষকদের মতে, যেসব ভোটার এখনো সিদ্ধান্ত নেননি, তাদের ভোটই নির্বাচনের ফল নির্ধারণে মূল ভূমিকা রাখবে। রোকেয়া হল, সুফিয়া কামাল হল, জিয়াউর রহমান হল, জগন্নাথ হল, সার্জেন্ট জহুরুল হক হলের মতো বড় হলগুলোতে এসব ‘সুইং ভোটারদের’ দিকেই এখন নজর প্রার্থীদের।

হলভিত্তিক ভোটার পরিসংখ্যান

ঢাবির ১৮টি আবাসিক হলের মধ্যে ছাত্রীদের হলগুলোতে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার

  • রোকেয়া হল: ৫,৬৬৫
  • সুফিয়া কামাল হল: ৪,৪৪৩
  • শামসুন নাহার হল: ৪,০৯৬
  • বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল: ২,১১০
  • বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হল: ২,৬৪৫

ছাত্রদের হলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে

  • জগন্নাথ হল: ২,২২৫
  • শহীদ জহুরুল হক হল: ১,৯৬৩
  • বিজয় একাত্তর হল: ২,০৪৩
  • শহীদুল্লাহ হল: ২,০০৫

দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। একটি দখলমুক্ত, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই এখন ঢাবি শিক্ষার্থীদের প্রধান প্রত্যাশা। এখন দেখার বিষয়, ভোটগ্রহণের দিন সেই প্রত্যাশা কতটা পূরণ হয়।

DR/AHA
আরও পড়ুন