ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হাতে গণনা হবে জাকসুর ভোট

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ওএমআর মেশিনের পরিবর্তে ভোট গণনা হবে হাতে। এর আগে জানানো হয়েছিল ভোট গণনায় ব্যবহার করা হবে বিশেষ ওএমআর মেশিন। তবে ছাত্রদলসহ বিভিন্ন প্যানেলের আপত্তির মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কমিশন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাকসুর নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে, বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। অন্যদিকে প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন।

এছাড়া নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল সোয়া আটটার দিকে ক্যাম্পাসের পেছনে গেরুয়া এলাকা সংলগ্ন ফটকে বহিরাগত প্রবেশ নিষেধ লেখা ব্যানার ঝোলানো হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে।

LH/SN
আরও পড়ুন