জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল আজ সন্ধ্যা ৭টায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, ২১টির মধ্যে ১৫টি হলের ভোট গণনা ইতোমধ্যে শেষ হয়েছে। আশাকরি বাকি ৬টি হলের ভোট গণনা দুপুর ১টার মধ্যে শেষ হবে।
এদিকে শনিবার (১৩ সেপ্টেম্বর) টানা তৃতীয় দিনের মতো ভোট গণনা চলছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই ভোট গণনা অনুষ্ঠিত হচ্ছে। তবে গণনা শেষ হওয়ার সুনির্দিষ্ট সময় নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। নির্বাচন কমিশন একাধিকবার ভিন্ন ভিন্ন সময়সীমার কথা জানিয়েছে।
এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছিলেন, রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু সময়সীমা পরিবর্তন হওয়ায় এখনও ফলাফল ঘোষণা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম শুক্রবার দুপুরে জানিয়েছিলেন, ফলাফল বিকেলের মধ্যেই ঘোষণা করা সম্ভব। পরে আবার তিনি রাত ১০টা থেকে ১১টার মধ্যে বেসরকারিভাবে ফল প্রকাশের কথা বলেন।
অন্যদিকে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে প্রক্টর ও জাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, দুপুর আড়াইটার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।
ড. এ কে এম রাশিদুল আলম বলেন, ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিহ হয়েছে। আমাদের অভিজ্ঞতাও কম। তবে সবাই সার্বিকভাবে সহযোগিতা করেছে। আশা করছি আর দেরি হবে না। আড়াইটার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।
এদিকে জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬৭ দশমিক ৯ শতাংশ। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোট পড়েছে মোট ৮ হাজার ১৬। বিভিন্ন পদে মোট ১৭৮ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১০ জন। কেন্দ্রীয় ও হল সংসদে প্রায় ৫৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিনা ভোটে নির্বাচিত হয়েছেন ১০২ জন।
এবারের নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৮ প্রার্থী। নির্বাচনে বামপন্থী, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র শিক্ষার্থীদের সমর্থিত ৮টি প্যানেল অংশগ্রহণ করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ২১টি হল সংসদ নির্বাচনের মধ্যে ১৫টি হলের ভোট গণনা শেষ হয়েছে এবং ৮টি হলের ফল ঘোষণা করা হয়েছে।
ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব নেবেন কবে, যা জানা গেলো
জাকসু’র ফল প্রকাশে কেন এত দেরি
জাকসু নির্বাচনে ১৩ কেন্দ্রের ভোট গণনা শেষ