ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য ডাকসু হয়নি: জিএস ফরহাদ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ মন্তব্য করেছেন কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ডাকসু হয়নি। তিনি বলেন, 'আমার দলের এজেন্ডা সার্ভ করার জন্য ডাকসু হয়নি। শিক্ষার্থীরা আমাদের নির্বাচিত করেছে শিক্ষার্থীদের জন্য কাজ করতে।' 

রবিবার (১৪ সেপ্টেম্বর) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ভেন্ডিং মেশিন স্থাপনের  অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

এস এম ফরহাদ বলেন, 'ডাকসুর জায়গা থেকে আমরা কোনো দলীয় বিবেচনা করি না। এখানে শিবির, ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদও বাম সংগঠনের যারা আছেন সবাই শিক্ষার্থী। শিক্ষার্থী হিসেবে সবার সহযোগিতা, পরামর্শ, পর্যালোচনা ও অভিযোগ আমাদের দরকার। সবাই মিলে আমরা ক্যাম্পাসটা গড়ব।'  

তিনি বলেন, 'কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ডাকসু হয়নি। আমার দলের এজেন্ডা সার্ভ করার জন্য ডাকসু হয়নি। শিক্ষার্থীরা আমাদের নির্বাচিত করেছে শিক্ষার্থীদের জন্য কাজ করতে। যেহেতু শাখার উদ্যোগে অনুষ্ঠান তাই এখানে ডাকসুর উত্তর আসছে না। ছাত্রশিবিরের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপন প্রকল্প ডাকসু নির্বাচনের আগের প্রজেক্ট।'

LH/FJ
আরও পড়ুন