চলতি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির লক্ষ্যে চতুর্থ পর্যায়ের আবেদন শুরু আগামী রোববার (২১ সেপ্টেম্বর) যা চলবে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টা পর্যন্ত। এ পর্যায়ে আবেদনের ফল বুধবার (২৪ সেপ্টেম্বর) ৮টায় প্রকাশ করা হবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ পর্যায়ে আবেদনের ফল ২৪ সেপ্টেম্বর ৮টায় প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন, ফল প্রকাশ, নিশ্চায়ন ও কলেজে ভর্তির সময় বাড়ানো হয়েছে।
এ পর্যায়ের শিক্ষার্থীর সিলেকশন নিশ্চায়ন করতে হবে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত। কলেজে ভর্তি হতে হবে রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে সোমবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে (সর্বশেষ) চতুর্থ ধাপে অনলাইনে যেসব শিক্ষার্থী আবেদন করতে পারবেন, যেসব শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কলেজ সিলেকশন পাননি। যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে, কিন্তু কোনো কারণে কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চায়ন করতে পারেননি।
একাদশের ক্লাস শুরু সারা দেশে
একাদশে ভর্তি ফি নির্ধারণ, সর্বোচ্চ কত