চাকসু নির্বাচনে আরও দুই প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ঘিরে আরও দুই প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। 

শনিবার (২০ সেপ্টেম্বর) পৃথক সংবাদ সম্মেলনে প্যানেল দুটির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। 'মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় বিপ্লব' নামে পাঁচ সদস্যের একটি প্যানেল ঘোষণা করে 'বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট'। 

সংঠনটির সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ নিজেকে সহসভাপতি (ভিপি) প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে প্যানেল প্রকাশ করেন। অন্য প্রার্থীরা হলেন- সাধারণ সম্পাদক (জিএস) পদে কাজী শাহরিয়ার উল্লাহ, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে জোনায়েদ শিবলী, দপ্তর সম্পাদক পদে তাহসিন করিমুল ইসলাম এবং যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে সাবিহা তাহসিন শ্রীজা।

ভিপি প্রার্থী কেফায়েত উল্লাহ বলেন, চাকসু নির্বাচন না হওয়ায় গত ৩৫ বছর ধরে শিক্ষার্থীরা আবাসন, খাবার, পরিবহন ও গবেষণার মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। এর জন্য বর্তমান প্রশাসনিক কাঠামোর অনিয়ম ও স্বচ্ছতার অভাব দায়ী।

এর ঘণ্টাখানেক পর 'সর্বজনীন শিক্ষার্থী সংসদ' ব্যানারে ২৪ সদস্যের একটি যৌথ প্যানেল ঘোষণা করে ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিস। যৌথ এই প্যানেলে ভিপি পদে লড়বেন ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ও ইইই বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তামজিদ উদ্দিন। জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমি। এজিএস পদে মনোনয়ন পেয়েছেন ছাত্র অধিকার পরিষদের রোমান রহমান।

জোটটি ক্রীড়া, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজকল্যাণ, স্বাস্থ্য, আইন, গবেষণা, নারীবিষয়ক এবং যোগাযোগসহ সম্পাদকীয় পদগুলোতেও প্রার্থী দিয়েছে। সাধারণ সদস্য পদে রয়েছেন মো. মুজাহিদুল্লাহ, কাজী বেলাল হোসাইন, আবিদ হাসান এবং সালমান মাহমুদ সজীব।

জোটের পক্ষে জিএস প্রার্থী সাকিব মাহমুদ রুমি বলেন, দল বা মতাদর্শের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে আমাদের প্যানেলের সদস্যরা কাজ করবে। ছাত্র রাজনীতির দীর্ঘ বিরতির কারণে অনেক কিছুই স্থবির হয়ে আছে। আমরা দ্রুত পরিবর্তনের মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ উন্নত করতে চাই। এ জন্যই আমরা দৃষ্টিপ্রতিবন্ধীসহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের আমাদের প্যানেলে অন্তর্ভুক্ত করেছি।

চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে রোববার (২১ সেপ্টেম্বর)। তবে মনোনয়ন পত্র বিতরণ ও জমাদানের সময়সীমা একদিন বাড়িয়ে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করার তারিখ রোববার (২১ সেপ্টেম্বর) থেকে পরিবর্তন করে সোমবার (২২ সেপ্টেম্বর) করা হয়েছে। 

এদিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী রোববার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শেষে শুরু হবে গণনা।

LH/FJ