ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে ১০ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবে।  

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ খ্রিষ্টাব্দের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম অনলাইনে পূরণ করতে হবে ১০ অক্টোবরের মধ্যে। শিক্ষার্থীর প্রিন্ট করা ফরম কলেজে জমা দেয়ার শেষ সময় ১২ অক্টোবর। কলেজ থেকে শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার সময় ১৩ ও ১৪ অক্টোবর।

সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা, বিষয় সংকেত বিবরণী ফরম, প্রশ্নপত্রের চাহিদা ফরম, ডাটা এন্ট্রি সফটওয়্যার ও পরীক্ষায় অংশ নেয়ার শর্তাবলীসহ প্রয়োজনীয় তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ems.nu.ac.bd-এ পাওয়া যাবে।

FJ
আরও পড়ুন