৭ বছর পর গকসু নির্বাচন: ভিপি ইয়াসিন, জিএস রায়হান

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ এএম

দীর্ঘ সাত বছরের স্থবিরতা ভেঙে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। নির্বাচন কমিশন ঘোষিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়েছেন ইয়াসিন, সাধারণ সম্পাদক (জিএস) পদে রায়হান এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে সামিউল।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফল থেকে এ তথ্য জানা যায়। 

এর আগে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৯টি কেন্দ্রে চলে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে মোট ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬৩ জন প্রার্থী। ভোটার ছিলেন ৪ হাজার ৭৬১ জন। গত ১১ আগস্ট তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র বিতরণ, যাচাই–বাছাই, প্রাথমিক ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশসহ সব নির্বাচনীয় প্রক্রিয়া শেষ হয় সেপ্টেম্বরের মাঝামাঝি। প্রার্থীদের ডোপ টেস্টও সম্পন্ন হয়েছে, যার রিপোর্ট পজিটিভ হলে প্রার্থিতা বাতিলের বিধান রাখা হয়।

গকসু নির্বাচন কমিশনের মুখপাত্র ফুয়াদ হোসেন জানান, প্রতিটি কেন্দ্রে একজন করে রিটার্নিং কর্মকর্তা এবং ৩৮ জন শিক্ষক পোলিং অফিসার ও সমানসংখ্যক সহকারী পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। শৃঙ্খলা রক্ষায় ৩০০ পুলিশ সদস্যের পাশাপাশি ডিজিএফআই, এনএসআই ও ডিবির কর্মকর্তারাও কাজ করেছেন।

প্রসঙ্গত, দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের কার্যক্রম রয়েছে। ২০১৩ সালে প্রথমবার গকসু নির্বাচন হয়, সর্বশেষ ২০১৮ সালে সরাসরি ভোটে তৃতীয় কার্যনির্বাহী সংসদ গঠিত হলেও প্রশাসনিক জটিলতায় সেটি পূর্ণ মেয়াদে কাজ করতে পারেনি। ২০২০ সালের ডিসেম্বরে বিজ্ঞপ্তির মাধ্যমে সেই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। দীর্ঘ বিরতির পর এ নির্বাচন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সংসদ গঠনের পথ খুলে দিল।

 

আরও পড়ুন