ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইডেন কলেজ শিক্ষার্থীদের ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ’ প্রত্যাখ্যান

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম

ইডেন মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি খসড়া অধ্যাদেশ-২০২৫’-এ প্রস্তাবিত স্কুলিং মডেলকে প্রত্যাখ্যান করেছেন। শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান চেয়ে হুঁশিয়ারি দেন, আমাদের রাজপথে ঠেলে দেবেন না।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইডেন কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী মরিয়ম। তিনি বলেন, সাত কলেজ সমস্যার সমাধানে গঠিত শিক্ষা মন্ত্রণালয়ের কমিটির মূল দায়িত্ব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে কলেজগুলোকে স্বাধীন সত্তা দেওয়া এবং সিদ্ধান্ত গ্রহণে অংশীজনদের সম্পৃক্ত করা। কিন্তু বাস্তবে, এই কমিটি উল্টো পথে হেঁটেছে। তারা বাস্তবতা বিবর্জিত, অস্বচ্ছ এবং বিতর্কিত একটি ‘হাইব্রিড স্কুলিং মডেল’ সামনে এনেছে, যেটি শিক্ষার্থীদের মতামত ছাড়াই তৈরি হয়েছে।

তিনি প্রশ্ন তোলেন, এই পরীক্ষামূলক মডেল কাদের স্বার্থে তৈরি? এটা কি প্রাইভেট কলেজ না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্বার্থরক্ষার কৌশল?

মরিয়ম বলেন, আন্দোলনের নেতৃত্ব একপর্যায়ে কিছু নির্দিষ্ট ব্যক্তির দখলে চলে যায়। তাদের আচরণ সাধারণ ছাত্রছাত্রী, নারী শিক্ষার্থী এমনকি অভিভাবকদেরও মানসিকভাবে আঘাত করেছে। এই পরিস্থিতির মধ্যেই শিক্ষা মন্ত্রণালয় কোনো আলোচনা ছাড়াই তাদের ওয়েবসাইটে অধ্যাদেশের খসড়া প্রকাশ করে।

তিনি আরও বলেন, এই খসড়া আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এর কোনো যৌক্তিকতা নেই। আমরা এটা পুরোপুরি প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

শিক্ষার্থীরা আরও বলেন, ইডেন কলেজ একটি নারী শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে সহশিক্ষা কার্যক্রম চালু হলে, তা এই প্রতিষ্ঠানের ঐতিহ্য ও উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক হবে। তারা মনে করিয়ে দেন, এই কলেজের জমি ও অবকাঠামো নারীদের শিক্ষা বিস্তারের উদ্দেশ্যেই দান করা হয়েছিল। তাই সেই সম্পত্তি ‘কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে হস্তান্তর করার যে প্রস্তাব এসেছে, তাও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা স্পষ্ট ভাষায় বলেন, যদি সব অংশীজনকে না শুনে, একপাক্ষিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তা সাত কলেজ সমস্যার সমাধান নয়, বরং নতুন সংকট তৈরি করবে।

শিক্ষার্থীদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মারিয়া হক শৈলী, হাফসা মেহজাবিন, শারমিন ফরহাদসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

FJ
আরও পড়ুন