ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাকসু নির্বাচন: শেষ দিনের প্রচারণায় মুখর রাবি ক্যাম্পাস

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৬:২১ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের প্রচারণার শেষ দিনে জমজমাট হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। ক্যাম্পাসে দেখা যাচ্ছে উৎসবের আমেজ।
 
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা পোস্টার, লিফলেট ও  নিয়ে ক্যাম্পাসে সরব হয়ে ওঠেন।
 
 
বিভিন্ন অনুষদ, হল ও একাডেমিক ভবনের সামনে প্রার্থীদের প্রচারণায় ছিল উৎসবমুখর পরিবেশ। সমর্থকরা স্লোগান ও ব্যানার হাতে নিয়ে প্রিয় প্রার্থীর জয় কামনায় ব্যস্ত সময় কাটান।
 
প্রচারণার সময় ছাত্রশিবির সমর্থিত "সম্মিলিত শিক্ষার্থী জোট"-এর ভিপি পদপ্রার্থী (সহ-সভাপতি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আজ প্রচারণার শেষ দিন। এখন আমরা পাল্টাপাল্টি অভিযোগ করে সময় নষ্ট না করে প্রচারণায় সম্পূর্ণ সময় ব্যয় করতে চাই। 
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, গতকাল ১২তম মিটিং এ গিয়ে আমাদের বাঁধা প্রদান করা হয়। এর আগে আমরা ১১টি মিটিং সম্পন্ন করেছি কোনো বাঁধা ছাড়া। আমার মনে হয়, আমাদের প্রতি শিক্ষার্থীদের সমর্থন কাউকে হয়তো হতাশ করেছে। এজন্য তারা নির্বাচন কমিশনারকে আমাদের বিরুদ্ধে প্রভাবিত করিয়েছে।
 
ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম" প্যানেলের ভিপি পদপ্রার্থী নূর উদ্দিন আবির বলেন, ফ্যাসিবাদ আমল থেকেই আমরা কিন্তু শিক্ষার্থীদের পাশে ছিলাম। তাদের অধিকার আদায়ের দাবি ও অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা বহু বার নানা ধরনের নির্যাতনে শিকার হয়েছি। সেই থেকে শিক্ষার্থীদের সাথে আমাদের ওঠা-বসা সম্পর্ক।
যেহেতু নতুন করে আমরা ভোটের মাঠে নেমেছি, তাদের (শিক্ষার্থীদের) ভালোবাসা ও সমর্থনে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা অবশ্য জয় পরাজয় নিয়ে ভাবছি না। আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছি এবং করে যাবো।
 
উল্লেখ্য, গতকাল (১৩ অক্টোবর) রাতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রজেকশন মিটিং (প্রার্থী পরিচিত)-এ প্যাকেটজাত খাবার জব্দ করে নির্বাচন কমিশন। পরে এ ব্যাপারে আচরণবিধি লঙ্ঘনের কোন সুস্পষ্ট প্রমাণ দিতে পারেনি কমিশন। আজ সকালে আচরণবিধিতে খাবার বিতরণের বিষয়টি আচরণবিধি লঙ্ঘন হবে বলে একটি নির্দেশনা প্রকাশ করে কমিশন।
NJ
আরও পড়ুন