ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চাকসু নির্বাচন কাল, ক্যাম্পাসে উচ্ছ্বাস

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৫:৪০ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পাঁচটি ভবনের ১৫টি কেন্দ্রে ওএমআর পদ্ধতিতে এ নির্বাচনের ভোটগ্রহণ হবে।
 
সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রার্থীদের ব্যস্ততা ও শিক্ষার্থীদের উচ্ছ্বাসে শেষ দিনের প্রচারণায় মুখর ছিল পুরো ক্যাম্পাস। এদিন ক্যাম্পাসের জিরো পয়েন্ট, শহীদ মিনার, কলা অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ ও ষোলশহর—সব জায়গায়ই প্রার্থীদের লিফলেট বিতরণ ও কুশল বিনিময়ে জমে ওঠে নির্বাচনি আমেজ।
 
ব্যবসায় প্রশাসন অনুষদে প্রচারণা চালান ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী ইব্রাহিম রনি। তিনি বলেন, শেষ দিনে শিক্ষার্থীদের দোয়া নিতে এসেছি, চাই সুষ্ঠু নির্বাচন।
একই অনুষদে প্রচারণা করতে গিয়ে ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী শাফায়াত হোসেন বলেন, শিক্ষার্থীদের উৎসাহ আশাব্যঞ্জক, প্রশাসনের কাছে নিরপেক্ষ ভোট চাই।
 
অন্যদিকে ‘দ্রোহ পর্ষদ’-এর প্রার্থীরা কলা অনুষদ এলাকায় প্রচারণা চালান, আর সহ-সাহিত্য সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী অন্তর মন্ডল স্কেটিং করে ভোট চেয়ে আলোচনায় আসেন।
 
এদিকে গতকাল নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে ১০ দফা প্রস্তাব দিয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের সাথে দেখা করে শিক্ষক সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)’, যার মধ্যে রয়েছে ভুয়া ভোট প্রতিরোধ, ওএমআর পদ্ধতির স্বচ্ছতা ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ।
 
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনের অপেক্ষায় চবি ক্যাম্পাসসহ পুরো দেশবাসী।
NJ
আরও পড়ুন