ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৯.৮৩ শতাংশ

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৬৯ দশমিক ৮৩ শতাংশ ভোট পড়েছে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের এক সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের ওই সদস্য বলেন, নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২০ হাজার ১৮৭ জন।

বিভিন্ন হলে ভোটের হার ছিল- শেরেবাংলা ফজলুল হক হলে ৭৩.৯২ শতাংশ, শাহ মখদুম হলে ৭৭.৭১ শতাংশ, নবাব আব্দুল লতিফ হলে ৬৯.১৮ শতাংশ, সৈয়দ আমীর আলী হলে ৭৭.১৮ শতাংশ, শহীদ শামসুজ্জোহা হলে ৭৬.৫৩ শতাংশ, মন্নুজান হলে ৬৭.১১ শতাংশ, শহীদ হবিবুর রহমান হলে ৭১.৫৫ শতাংশ এবং মতিহার হলে ৭৩.২২ শতাংশ।

এছাড়া মাদার বখস হলে ৭১.২৫ শতাংশ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ৭৭.৬০ শতাংশ, রোকেয়া হলে ৫৯.৬০ শতাংশ, তাপসী রাবেয়া হলে ৬৩.৬৬ শতাংশ, বেগম খালেদা জিয়া হলে ৬১.৪৯ শতাংশ, শহীদ জিয়াউর রহমান হলে ৭১.৬৮ শতাংশ, বিজয়-২৪ হলে ৭৩.৮৪ শতাংশ, রহমতুন্নেসা হলে ৬০.৭০ শতাংশ এবং জুলাই-৩৬ হলে ৬৬.৮৭ শতাংশ ভোট পড়েছে।

এদিকে রাকসুর ২৩টি পদে ২৪৭ জন, ১৭টি হলে ১৫টি করে পদে ৫৯৭ জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন ভোটার ৪৩টি পদে ভোট দিতে পারবেন। সময় পাবেন ১০ মিনিট।

রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ১৬ জন প্রার্থী লড়াই করছেন। নির্বাচনে মোট ভোটারসংখ্যা ২৮ হাজার ৯০১। এর মধ্যে ছাত্রী ভোটার ১১ হাজার ৩০৫ ও ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।

LH/FJ
আরও পড়ুন