ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পঞ্চগড়ে ৩ কলেজের সবাই ফেল, যে কারণ জানালেন অধ্যক্ষরা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ পিএম

আজ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় পঞ্চগড়ের ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফল প্রকাশ হলে এ তথ্য জানা যায়।

প্রতিষ্ঠানগুলো হলো- জেলার তেঁতুলিয়া উপজেলার আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ, বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। এসব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো এমপিওভুক্ত না হওয়া ফলাফল বিপর্যয়ের কারণ বলে জানা গেছে।

জানা যায়, তেঁতুলিয়ার আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ থেকে ৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও অনুপস্থিত ছিল ২ জন, বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় ১২ জন শিক্ষার্থী অংশ নিলেও অনুপস্থিত ছিল ৪ জন ও মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ১ জন। 

ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজের অধ্যক্ষ হাসান আলী বলেন, আমাদের কলেজের ৪ জন পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও ২ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। পাস করার কথা থাকলেও পাস করতে পারেনি।

মাড়েয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ সপেন্দ্রনাথ বর্মণ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটির কলেজ শাখা এমপিওভুক্ত হয়নি। কয়েক বছর ধরে কোন শিক্ষক না থাকায় একজন পরীক্ষায় অংশ নিলেও পাস করতে পারেনি।

বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নার্গিস পারভিন মৌসুমী বলেন, ভর্তি হওয়ার পরে সবার বিয়ে হয়ে গেছে। এ জন্য কেউ পাস করতে পারেনি।

যেসব প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানকে শোকজ করা হবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী। 

তিনি জানান, কারণ খুঁজে বের করে এখান থেকে কীভাবে উত্তরণ সম্ভব, সেই ব্যবস্থা নেওয়া হবে।

NJ
আরও পড়ুন