ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইউজিভির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৫:২৮ পিএম

বরিশালে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে (ইউজিভি) প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) নগরীর বেলসপার্ক মাঠে এই সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজন ঘিরে সকাল থেকেই সমাবর্তনে অংশগ্রহণকারীদের পদচারণায় মুখরিত ছিল অনুষ্ঠান প্রাঙ্গণ। ছিল উৎসব মুখর পরিবেশ ও শিক্ষার্থীদের বাধ ভাঙ্গা উচ্ছ্বাস।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ৬টি বিভাগের ৯টি ব্যাচের প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রথমবারের মতো সমাবর্তনের আয়োজনে থাকতে পেরে খুশি শিক্ষার্থীরা।


সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অথিতি বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ শিক্ষার্থীদের উদেশ্যে বলেন, প্রত্যাশাকে ধারণ করে এগিয়ে যেতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা থাকতে হবে। ৫ আগস্টে শিক্ষার্থীরা এক হয়ে বিজয় লাভের মধ্য দিয়ে দেশে পরিবর্তন এনেছে। আগামীতে এই শিক্ষার্থীরা দেশকে নেতৃত্ব দেবে এমন প্রত্যাশার কথা জানান তিনি।


শিক্ষার্থীদের ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ১০ জন ভাইস চেয়ারম্যানকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সমাবর্তনে বক্তব্য রাখেন- ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকী, ইউজিভি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী, ট্রেজারার অধ্যাপক ড. রাবেয়া বেগম ও সমাবর্তনের আহ্বায়ক ইউজিভির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. ফরিদ আহমেদ প্রমুখ। 

NJ
আরও পড়ুন