ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বেরোবি সমাবর্তনের তারিখ ও প্রধান অতিথি পরিবর্তন 

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০১:০২ পিএম

নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তনের তারিখ ও প্রধান অতিথির ক্ষেত্রে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী আগামী ২০ ডিসেম্বর প্রথম সমাবর্তন এবং প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন থাকবেন- উপাচার্যের এমন ঘোষণার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছিল মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনা।

এরপর বিষয়টি নজরে আসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। পরে মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর প্রথম সমাবর্তন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ একই দিনে নির্ধারিত মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ২০২৬ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২৫ সালের ২০ ডিসেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর প্রথম সমাবর্তন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একই দিনে নির্ধারিত হওয়ায় সমাবর্তন অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

অতিথি পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, আমাদের সমাবর্তনের মূল আমাদের শিক্ষার্থীরা সমাবর্তন অনুষ্ঠানে অতিথি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টাকে চান না এবং সেই সংবাদটি তাদের নজরে এসেছে তাই উনি (পররাষ্ট্র উপদেষ্টা) নিজেই অপারগতা প্রকাশ করেছেন এবং চিঠি দিয়ে আমাদের জানিয়েছেন। আমরা শিক্ষা উপদেষ্টাকে রাজি করিয়েছি তিনি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে সময় দিতে চেয়েছেন।  

AHA
আরও পড়ুন