জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও মূল্যায়নের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার পরিবেশ, প্রশাসনিক কার্যক্রম এবং আর্থিক ও অ্যাকাডেমিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানায়, নির্দেশনা অনুযায়ী, অধিভুক্ত প্রতিটি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান তাদের বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণের পাশাপাশি প্রতিবেদন প্রণয়ন করবে।
প্রতিবেদনগুলোতে শিক্ষার পরিবেশ, ভৌত অবকাঠামো, পরিচালন ব্যবস্থা, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, গভর্নিং বডির সভা (যদি প্রযোজ্য হয়), অ্যাকাডেমিক কার্যক্রম, প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম, অডিট রিপোর্ট, অধিভুক্তি নবায়নের শর্তাবলি এবং কর্তৃপক্ষের জারিকৃত আদেশ ও নির্দেশনাগুলো অন্তর্ভুক্ত থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় এসব তথ্য কেন্দ্রীয় ডাটা সেন্টারে সংরক্ষণ করবে এবং নিয়মিতভাবে অনলাইন ও সরেজমিনে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবে। এ লক্ষ্যে কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতর একটি তথ্য ছক তৈরি করেছে।
সকল অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান http://collegeportal.nu.ac.bd– এ কলেজ কোড ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে সিএমইএস এ ক্লিক করে তথ্য ছকটি পূরণ করতে পারবে। তথ্য যথাযথভাবে ও সময়মতো জমা দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় আগামী ৩ ডিসেম্বর নির্ধারণ করেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, এ তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কলেজশিক্ষার্থীর কল্যাণ নিশ্চিত করা হবে। এছাড়া কর্তৃপক্ষের আদেশ ও নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কৃষি কর্মকর্তাকে মারধর, শাস্তির দাবিতে খামারবাড়িতে মানববন্ধন