রাজধানীর নিউমার্কেট ও ধানমন্ডি এলাকার ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘর্ষ নিরসনে এবার ‘শান্তি চুক্তি’ করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে অনুষ্ঠিত এক বৈঠকে মুখোমুখি হয় দুই পক্ষের শিক্ষার্থীরা। তবে এবার উত্তেজনা নয়, হাতে ছিল গোলাপ, মুখে ছিল বন্ধুত্বের স্লোগান। অনুষ্ঠান শেষে উভয় কলেজের শিক্ষার্থীরা ভবিষ্যতে আর সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেছেন।
জানা গেছে, নিউমার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় এই শান্তিচুক্তি অনুষ্ঠিত হয়েছে। তবে অনুষ্ঠানে সিটি কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত সেখানকার কেউই উপস্থিত হননি।
আরও জানা গেছে, ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা যখন অডিটরিয়ামে প্রবেশ করেন, তখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় ‘ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ ভাই ভাই, মোদের মধ্যে বিভেদ নাই’ এমন স্লোগান দিতেও দেখা যায়। শান্তি চুক্তিতে দুই কলেজের শিক্ষার্থীরা ভবিষ্যতে কোনো সংঘর্ষ বা উত্তেজনায় না জড়ানোর অঙ্গীকার করেন।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার, ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোবাচ্ছের হোসেন এবং নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থীরাও অংশ নেন।
বিষয়টি নিয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক বলেন, আমাদের পক্ষ থেকে তিন কলেজকেই শান্তি চুক্তিতে আহ্বান জানানো হয়েছিল। আইডিয়াল কলেজ এসেছে, কিন্তু সিটি কলেজ আসেনি। আল্লাহর রহমতে অন্তত এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে আর কোনো সংঘর্ষ বাঁধবে না বলে আশা করছি।
দশম গ্রেড দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি চলছে