ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অঙ্কুশ-ঐন্দ্রিলার জীবনে এলো নতুন অতিথি

আপডেট : ২৬ মে ২০২৫, ০৯:৫৯ এএম

টলিউডে ওপেন সিক্রেট অঙ্কুশ হাজরা-ঐন্দ্রিলার প্রেম। পারিবারিক অনুষ্ঠান, সিনেমা প্রমোশন কিংবা পূজোর আয়োজন সব জায়গায় একইসঙ্গে দেখা যায় তারকা জুটিকে। তবে এখনও গাঁটছড়া বাঁধেননি।  এবার জানা গেল অঙ্কুশ-ঐন্দ্রিলার জীবনে এসেছে নতুন সদস্য।

শনিবার (২৪ মে) অভিনেতা অঙ্কুশ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নতুন সদস্য আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টের ক্যাপশনে লিখেছেন ‘আমি মামা হলাম’। টলিউড চলচ্চিত্র পরিবেশক শতদীপ সাহার ঘরে এসেছে কন্যা সন্তান। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দেবশ্রী। 

একরত্তি কোলে নিয়ে যে দারুণ খুশি অঙ্কুশ তা ছবি দেখে বোঝা যায়, উপরি পাওনা মামা হওয়া। আরও দায়িত্ব বাড়ল অভিনেতার। এই ছবি ভাগ করে নেওয়ার সঙ্গে সঙ্গেই বহু অনুরাগীরা অঙ্কুশের উদ্দেশে লিখেছেন, ‘এবার বাবা হওয়ার সুখবর টা কবে দেবেন।’

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির ‘চন্দ্রবিন্দু’ সিনেমা। এস কে মুভিজের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন অশোক ধানুকা ও হিমাংশু ধানুকা। পরিচালনা করেছেন রাজা চন্দ। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আদিত্য সেনগুপ্ত। অঙ্কুশ-ঐন্দ্রিলা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী এবং সাহেব ভট্টাচার্য। 

RK
আরও পড়ুন