আলোচিত অভিনেতা জায়েদ খান। আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে তার ‘সোনার চর’ সিনেমা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ছবিটির পোস্টার ও ট্রেলার উন্মোচন করা হয়েছে।
সেই সঙ্গে এসেছে মুক্তির ঘোষণা। তবে ঘোষণাটি যেন অনড় থাকে, সেজন্য প্রযোজকের প্রতি আহ্বান জানিয়েছেন জায়েদ।
কথা প্রসঙ্গে এই নায়কের কাছে জানতে চাওয়া হয়, শাকিবের সঙ্গে টক্কর দিতে আসছেন তাহলে? জায়েদ খান বলেন, কেউ ‘রাজকুমার’ হলে আমি তো রাজা হবো, নাকি? সেটা বড় কথা না; টক্কর দেওয়ার বিষয় না। একটা ঈদে একসময় ১৬-১৭টি ছবি মুক্তি পেতো না? এখন না হয় হলের কারণে কমে গেছে। সিনেমা যার যার মতো আসবে, শাকিব হয়ত আমার সিনিয়র দেখে কয়টা হল বেশি পাবেন। কিন্তু দর্শক দিনশেষে কোনটা গ্রহণ করবে, সেটা দর্শকের ব্যাপার। কারও সঙ্গে ফাইট করার জন্য আমরা ছবিটা রেডি করিনি, আমরা এরকম চিন্তাও করিনি।
জায়েদ খান জানান, তার প্রথম সিনেমা ‘ভালোবাসা ভালোবাসা’ ঈদে মুক্তি পেয়েছিল। দীর্ঘ দিন পর ফের ঈদে পর্দায় আসতে পারছেন, এই ভেবে তিনি উচ্ছ্বসিত।
ছবিটি নিয়ে তার মন্তব্য এরকম, আমি বিশ্বাস করি, ‘সোনার চর’ দেখে কেউ হতাশ হবেন না। যে কষ্ট করেছি ছবিটির জন্য, তাতে নিন্দুকেরা চুপ হয়ে যাবে। নির্মাতা যত্ন করে, সুন্দর করে আমাকে দিয়ে অভিনয় করিয়েছেন। তিনি আমার কাজে সন্তুষ্ট। বাকিটা আমাদের ভাগ্য, আল্লাহর রহমত আর আপনাদের (সাংবাদিক) প্রচারণা। যত ভালো কিছুই করি, আপনারা পৌঁছে না দিলে, আল্লাহর রহমত না থাকলে সেই ছবি সফল হওয়া কঠিন।
