ঢাকা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পৈতৃক জমি দখলের চেষ্টা, চিত্রনায়িকা পপির বিরুদ্ধে বোনের জিডি

একই অভিযোগ করেছেন চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম।

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২০ পিএম

লোকচক্ষুর আড়ালে থাকা চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। পৈতৃক জমি দখলের অভিযোগে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে থানায় জিডি করেছেন তার মেজো বোন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) অভিনেত্রীর মেজো বোন ফিরোজা পারভীন খুলনা নগরের সোনাডাঙ্গা থানায় পপির বিরুদ্ধে জিডি করেন বলে জানিয়েছেন থানার ওসি শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘জমি দখলের চেষ্টার অভিযোগে জিডি করা হয়েছে অভিনেত্রী পপির বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করছেন এসআই গোলাম মোস্তফা।’

এসআই গোলাম মোস্তফা বলেন, ‘বিষয়টি পপিদের পারিবারিক। সে কারণে দুই পক্ষকে ডেকে কথা বলে বিষয়টি তদন্ত করা হবে। এরপরে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’

পপির মেজো বোন ফিরোজা পারভীন বলেন, ‘আমরা চার বোন, দুই ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি পপির মাধ্যমে। পপি ছাড়া আমরা সবাই এক আছি।’

ফিরোজা অভিযোগ করেন, ‘আগেও আমাদের পেশিশক্তির ভয় দেখানো হয়েছে। পপি সবার জমি একাই দখল করতে চায়। আমাদের পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামীসহ পপি খুলনায় অবস্থান করছে।’

ফিরোজা আরও বলেন, ‘সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি শিববাড়ি এলাকার নিজস্ব জমিতে ভাড়া দেওয়া বাড়ির সামনে যান। এসময় বাধা দিলে পপি ও তার স্বামী মিলে আমাকে হত্যার হুমকি দেন।’

চিত্রনায়িকা পপির বিরুদ্ধে একই অভিযোগ করেছেন তার মা মরিয়ম বেগম।

তিনি বলেন, ‘তার বাবার জমি দখলের চেষ্টা করছে পপি। বিয়ের পর পাঁচ-ছয় বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। হয়রানির মধ্যে রেখেছে।’

এই বিষয়ে জানতে চিত্রনায়িকা পপির ফোন নম্বরে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক হয় সাদিকা পারভিন পপির। ২০০৩ সালে ‘কারাগার’, ২০০৮ সালে ‘মেঘের কোলে রোদ’, ২০০৯ সালে ‘গঙ্গাযাত্রা’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এক সময়ের দর্শকপ্রিয় এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই অভিনয়ে নেই। এমনকি বেশ কয়েক বছর ধরেই লোকচক্ষুর আড়ালে আছেন তিনি। চলচ্চিত্রশিল্পের পরিচিতজনদের সঙ্গেও তার কোনো যোগাযোগ নেই।

Fj