ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দেখা মিলল শাকিব-ইধিকার রোম্যান্স!

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৪:০৪ পিএম

প্রকাশ্যে এসেছে মেগাস্টার শাকিব খান ও ওপার বাংলার নায়িকা ইধিকা পাল অভিনীত ‘বরবাদ’ সিনেমার প্রথম গানের কয়েক সেকেন্ড। সেই গানে দেখা মিলল তাদের ভরপুর রোম্যান্স। 

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের ছবি ‘বরবাদ’। ইতোমধ্যে রোম্যান্টিক ধাঁচের এ গানটির ঝলক দেখে অপেক্ষার প্রহর গুনছেন দর্শক-শ্রোতারা। ইনামুল তাহসীনের কথায় প্রীতম হাসানের কণ্ঠ ও মিউজিকে গানটি শিরোনাম হচ্ছে ‘দ্বিধা’। গত বুধবার গানের কয়েক ঝলক সামাজিক মাধ্যমে প্রকাশ করেন শাকিব খান।

প্রকাশের পর দর্শক বলছে, চলতি বছরের সেরা রোমান্টিক গান হতে পারে এটি! গানটিতে শাকিবের লুক দেখেও মোহিত হয়েছেন দর্শকেরা।

জানা গেছে, আগামী ১৪ মার্চ রিয়েল এনার্জি প্রডাকশন ও গায়ক প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘দ্বিধা’। এর আগে, মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ ছবিটির টিজার গেল সপ্তাহেই প্রকাশ হয়।

সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই শাকিব খান বলেছেন, এটি আমার সব সিনেমাকে ছাপিয়ে যাবে। একটা সময় বলেছিলাম, আমাদের দেশের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়। এর আগে, ‘প্রিয়তমা’, ‘তুফান’ দিয়ে ভালোবাসা পেয়েছি। আশা করছি, ‘বরবাদ’ সবকিছুকে ছাড়িয়ে যাবে।

পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, রোমান্স ও ভরপুর ভায়োলেন্সের সমন্বয়ে নির্মিত হয়েছে ‘বরবাদ’।

সিনেমাতে শাকিব-ইধিকার পাশাপাশি আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ অনেকেই। একটি আইটেম গানে পারফর্ম করছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। আসন্ন ঈদুল ফিতরে বাংলাদেশের পাশাপাশি বিশ্বব্যাপী ‘বরবাদ’ মুক্তি পাবে।

NC
আরও পড়ুন