ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পরিবারের সদস্যদের সঙ্গে এক ফ্রেমে শাকিব-অপু

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ পিএম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাস ফের একসঙ্গে দেখা দিলেন ছেলের জন্মদিন উপলক্ষে। তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয় ১০ বছরে পা রাখায় রোববার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত পারিবারিক আয়োজনে যোগ দেন শাকিব-অপু। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে মিলেই জয়ের জন্মদিন উদযাপন করছেন শাকিব ও অপু। বাবার কোলে বসে থাকা জয়ের সামনে রাখা জন্মদিনের কেক কেটে তাকে খাওয়ান মা অপু বিশ্বাস। এরপর জয়কে দিয়ে শাকিব খানকেও কেক খাওয়ানো হয়। পুরো পরিবেশ ছিল আনন্দঘন।

এ আয়োজনে শাকিবের পরিবারের অন্যান্য সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হতেই ভক্তরা শাকিব-অপু ও তাদের সন্তানকে ভালোবাসায় ভরিয়ে দেন। অনেকে মন্তব্য করেছেন, সন্তানের জন্য হলেও বাবা-মায়ের এমন একসঙ্গে থাকা আনন্দের।

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের একমাত্র ছেলে জয় জন্ম নেয় ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর। পরে সম্পর্কের টানাপোড়েনে তারা আলাদা হয়ে যান। তবে সন্তানের কারণেই বিশেষ মুহূর্তে এই জুটিকে এখনও একসঙ্গে দেখা যায়।

NB/SN
আরও পড়ুন