বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা এবং ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবরে উদ্বিগ্ন পুরো চলচ্চিত্র অঙ্গন। জনপ্রিয় অভিনেত্রী শাবনূর সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় জানিয়েছেন তার অনুভূতির কথা।
জানা গেছে, ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের শুরু থেকেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন আরেক বর্ষীয়ান অভিনেত্রী রোজিনা।
এদিকে শাবনূর তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘বর্ষীয়ান অভিনেতা ও শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ এই মানুষটির অসুস্থতার খবর শুনে মনটা অত্যন্ত ভারাক্রান্ত।’
তিনি আরও লেখেন, ‘চলচ্চিত্রের পাশাপাশি তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও ছিলেন সক্রিয়। বিশেষ করে দীর্ঘদিন ধরে 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি জনসচেতনতা তৈরিতে অসামান্য ভূমিকা রেখেছেন।’

শাবনূর তার বার্তার শেষ অংশে ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনা করে লেখেন, ‘আমাদের ভালোবাসা ও প্রার্থনায় তিনি ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে ফিরবেন।’
ইলিয়াস কাঞ্চন ও শাবনূর একসময় একসঙ্গে বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। পর্দার বাইরেও তাঁদের পারস্পরিক শ্রদ্ধা ও সুসম্পর্কের বিষয়টি চলচ্চিত্র অঙ্গনের সবার জানা।
চলচ্চিত্রপ্রেমীরা এবং ভক্তরা এখন একসাথে প্রার্থনা করছেন ইলিয়াস কাঞ্চন যেন দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
সালমান শাহ হত্যা মামলার রায় ২০ অক্টোবর
'ব্রিটেন'স গট ট্যালেন্ট' তারকা ডেভ বেটন আর নেই