ঢাকা
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এবার ডনের চরিত্রে রণবীর সিং

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩২ এএম

ডন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের মুখ। এবার সেই ডন চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। কিন্তু তা মেনে নিতে পারছে না দর্শকদের একাংশ। তার জন্য রণবীরকে কম সমালোচনা শুনতে হয়নি। কটাক্ষ ধেয়ে এসেছিল বলিউড এই অভিনেতার দিকে। তবে সে সব কথায় কান দেননি রণবীর। সব কিছু পেছনে ফেলে ডন-৩ এর জন্য প্রস্তুতি নিয়েছেন তিনি। অবশেষে মার্চে ডন-৩ এর পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে। এ বছরের আগস্টে শুরু হবে ডন-৩ সিনেমার শুটিং।

বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফলপ্রাপ্ত সিনেমা হলো ‘ডন’। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া অমিতাভ বচ্চন অভিনীত ছবি থেকে অনুপ্রাণিত হয়ে ২০০৬ সালে ডন বানিয়েছিলেন পরিচালক ফারহান আখতার। সম্প্রতি অভিযোজিত চিত্রনাট্যের উপর ভিত্তি করে নির্মিত ছবিটি দর্শকদের কাছে হিট হয়েছিল। অমিতাভের পর ডন হিসেবে শাহরুখকে গ্রহণ করেছিলেন অনুরাগীরা। ডনের জনপ্রিয়তা ও সাফল্যে উৎসাহ পেয়ে ২০১১ সালে ডন-২ বানান ফারহান।

দ্বিতীয় ছবিতেও ফারহান ও শাহরুখের জুটি হিট হয়েছিল। তারপর থেকেই ডন-৩ ছবির অধীর আগ্রহে রয়েছেন দর্শক ও অনুরাগীরা। প্রায় এক যুগ পরে ফের আলোচনা শুরু হয়েছে এ ছবি নিয়ে। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে ডন হিসেবে রণবীরের লুক। সূত্র : ইন্ডিয়া টুডে ও টাইমস অব ইন্ডিয়া

IL/FI
আরও পড়ুন