ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

একই ছবিতে মুখোমুখি রণবীর-ভিকি

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৯ পিএম

গত বছরের ১ ডিসেম্বরে মুক্তি পেয়েছিল রণবীর কাপুর অভিনীত অ্যানিম্যাল ছবিটি। একই দিনে বক্স অফিসে মুক্তি পেয়েছিল ভিকি কৌশলের ‘স্যাম বাহাদুর’। ক্যাটরিনা কাইফের সাবেক প্রেমিক ও স্বামীর মধ্যে বক্স অফিসের লড়াই দেখার জন্য উন্মুখ ছিলেন অনুরাগীরা। কিন্তু রণবীর কাপুরের অ্যানিম্যালের দাপটে ভিকির এই ছবি খুব একটা ব্যবসা করতে পারেনি।

তবে এবার একই ছবিতে মুখোমুখি হতে চলেছেন রণবীর ও ভিকি। জানা গেছে, অ্যানিম্যাল ২ ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যেতে পারে ভিকি কৌশলকে। অ্যানিম্যাল ছবিটি ব্লকবাস্টার হওয়ার পর থেকেই এই ছবির সিক্যুয়েল নিয়ে আগ্রহ বেড়েছে অনুরাগীদের। অ্যানিম্যাল ছবির তুলনায় ‘অ্যানিম্যাল পার্ক’ যে আরও বেশি অ্যাকশনে ভরপুর হতে চলেছে, তার ইঙ্গিত ছিল প্রথম থেকেই।

সন্দীপ রেড্ডি ভাঙার অ্যানিম্যাল ছবির যে সিক্যুয়েল আসছে তা সবারই জানা। এই ছবিতে রণবীর বনাম ভিকির লড়াই থাকবে। সূত্র অনুযায়ী ছবিতে রণবীরের বিপরীতে রশ্মিকা যেমন আছেন তেমনই থাকবেন। তবে এতে থাকবে নতুন নায়িকা মালবিকা মোহন। যাকে নাকি দেখা যাবে খলনায়ক ভিকির বিপরীতে।

IL/FI
আরও পড়ুন