কান থেকে ফিরলেই অস্ত্রোপচার ঐশ্বরিয়ার

আপডেট : ১৯ মে ২০২৪, ০১:৫৮ পিএম

৭৭ তম কান চলচ্চিত্র উৎসবে প্রশংসা আর সমালোচনা কম হয়নি ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে। পোশাকের জন্য একটা শ্রেণির সমালোচনা কুড়ালেও ৫০-এর গণ্ডি পেরানো ঐশ্বরিয়া রাই বচ্চনের রূপের জাদুতে মুগ্ধ ফ্রেঞ্চ রিভারা।

তবে কানে রওনা দেওয়ার আগেই মুম্বাই এয়ারপোর্টে ডান হাতে কাস্ট নিয়ে ফ্রেমবন্দি হয়েছিলেন নায়িকা। যা  চমকে দিয়েছিল ভক্তদের। এক হাত ভাঙা, অন্যহাতে মেয়ে আরাধ্যের হাত ধরেই কানে পাড়ি দিয়েছিলেন তিনি। এবার জানা গেল ঠিক কী হয়েছে অভিষেক ঘরণীর। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ভারতে ফিরে আসার পরেই অস্ত্রোপচার করা হবে ঐশ্বরিয়ার।

নায়িকার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ঐশ্বরিয়ার হাতের কব্জি ভেঙেছে গত সপ্তাহ শেষে। সেই কারণেই কাস্ট করতে হয়েছিল। তবে কানে অংশ নেওয়ার ঐতিহ্য ধরে রাখতে বদ্ধপরিকর ছিলেন অ্যাশ। তাই চোট সত্ত্বেও পেশাগত দায়িত্ব পালনে ওই অবস্থাতেই কানে পৌঁছেছেন ঐশ্বরিয়া। সূত্র মতে, অভিনেত্রী বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনার পরেই ফ্রান্সে গিয়েছেন।

FI
আরও পড়ুন