ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রিয়াঙ্কার রেস্তোরাঁ বন্ধের খবরে হতাশ ভক্তরা

আপডেট : ২১ জুন ২০২৪, ০৩:৩০ পিএম

বন্ধ হতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়া- জোনাসের চর্চিত রেস্তোরাঁ 'সোনা'। এই খবর সামনে আসার পর হতাশ হন খাদ্যপ্রেমীরা। বন্ধু মণীশকে গয়ালের সঙ্গে যৌথ প্রয়াসে নিউইয়র্কে ভারতীয় খাবারের স্বাদ তুলে ধরতে প্রিয়াঙ্কা চোপড়া খোলেন ‘সোনা’ নামের রেস্তোরাঁ। এরপর কোনও কারণবশত ব্যবসা থেকে সরে দাঁড়ান প্রিয়াঙ্কা- জোনাস । তারপরেই ১০ মাসের মাথায় বন্ধ হচ্ছে ‘সোনা’র দরজা।

রেস্তোরাঁর তরফে ইন্সটাগ্রামে হ্যান্ডেলে বার্তা দেওয়া হয় খাদ্যপ্রেমীদের । পোস্টে লেখা হয়, ‘তিন বছরের বেশি সময় ধরে অসাধারণ জার্নির পর বন্ধ হচ্ছে সোনা । আমরা প্রত্যেকের গ্রাহকের কাছে কৃতজ্ঞ, যাঁরা এখানে এসেছিলেন । আপনাদের সকলের টেবিলে পছন্দের খাবার তুলে দিতে পেরে আমি সম্মানিত ।’

পোস্টে আরও লেখা হয়, ‘ধন্যবাদ জানাই সোনার প্রতিটি সদস্যদের, যারা প্রতিদিন হাসি মুখে গরম খাবার গ্রাহকের জন্য বানিয়ে গিয়েছেন । সোনা শেষবার আপনাদের টেবিলে খাবার সার্ভ করবে ৩০ জুন রোববার। আশাকরি, ফাইনাল মিল অথবা ড্রিঙ্কের জন্য আপনাদের সঙ্গে দেখা হবে। আমরা আপনাদের জন্য দু'হাত আর দরজা খোলা রাখলাম।’ এই খবর সামনে আসার পর হতাশ হন খাদ্যপ্রেমীরাও। বিগত কয়েক বছরে যারা এই রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তারা সোশাল মিডিয়ায় শেয়ার করেন নিজেদের অভিজ্ঞতা।

কেউ লেখেন, "আমি জন্মদিনের লাঞ্চ এখানে করেছিলাম। আবার কেউ লেখেন, ‘এখানে কাটানো অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে । সোনার খাবার ছিল অসাধারণ। ভীষণ মিস করব।’ 

মূলত, ২০২১ সালে অতিমারি কোভিডের সময় বন্ধু মণীশের সঙ্গে যুক্ত হয়ে নিউইয়র্কে সোনা রেস্তোরাঁ খোলেন। তারপর বেশ ভালোই চলছিল এই ব্যবসা। কিন্তু আচমকাই অগস্টে প্রিয়াঙ্কা জানান, তিনি সোনার রেস্তোরাঁর সঙ্গে আর যুক্ত নন। তার ১০ মাস পরেই বন্ধ হতে চলেছে নিউইয়র্কের অন্যতম জনপ্রিয় রেস্তোরাঁ সোনা। মূলত, নিক জোনাস এই রেস্তোরাঁর নাম রেখেছিলেন।

SN/WA
আরও পড়ুন