বেশ কিছুদিন ধরেই জোর আলোচনায় রয়েছে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ের প্রসঙ্গ। রোববার (২৩ জুন) সকালেই সইসাবুদ করে আইনিভাবে বিয়ে সারেন জাহির-সোনাক্ষী। বলিউড অভিনেতা ও সাংসদ শত্রুঘ্ন সিন্হার মেয়ে অভিনেত্রী সোনাক্ষী সিন্হা ইসলাম ধর্মাবলম্বী জাহির ইকবালকে বিয়ে করায় নানা দিক থেকে সমালোচনার শিকার হতে হয়েছে অভিনেত্রী ও তার পরিবারকে।
এই বিয়ের পর পাটনায় একটি গোষ্ঠী ‘লাভ জিহাদ’ বলে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন। তিনি কড়ায় জবাব দিয়ে বলেছেন, শত্রুঘ্ন আরও বলেন, ‘আমার মেয়ে কোনো অন্যায় করেনি। যাকে ভালোবেসেছে, তাকেই বিয়ে করছে! একে লাভ জিহাদ বা অন্য কিছুর নাম দেওয়া অনুচিত! নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকুন। সোনাক্ষী-জাহির খুব ভালো আছে, ভালো থাকবে!’
সোনাক্ষীর বিয়ে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে পাটনার শিব ভবানী সেনা। রীতিমতো বিক্ষোভ দেখানো হয়েছে পাটনা শহরে। ‘লাভ জিহাদ’-বলে চিহ্নিত করা হয়েছে অভিনেত্রীর বিয়েকে। সোনাক্ষীর বিয়ে নিয়ে নেটপাড়ার একাংশও ক্ষুব্ধ। নিজেদের বিয়ের ছবি দিয়ে সমাজমাধ্যমে যে পোস্ট করেছেন অভিনেত্রী, তাতে নিন্দুকদের কটাক্ষ, ব্যঙ্গ-বিদ্রুপ চলছিল। তারপরই বিয়ের পোস্টের মন্তব্য বন্ধ করে দেন সোনাক্ষী-জাহির। সূত্র: আনন্দবাজার
