ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভক্তদের জন্য অমিতাভের অন্যরকম উপহার

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০২:৩৭ পিএম

নাগ অশ্বিনের `ম্যাগনাম অপাস কল্কি ২৮৯৮ এডি‘-তে কাজের জন্য প্রশংসায় ভাসছেন অমিতাভ বচ্চন। এই সিনেমায় আরও অভিনয় রয়েছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসান, দিশা পাটানি। এরই মাঝে, জলসার বাইরে জড়ো হওয়া ভক্তদের মুখে রোববার (৭ জুলাই) হাসি ফোটালেন বিগ বি।

প্রতি রোববারই জলসার বাইরে অসংখ্য ভক্ত জড়ো হয়। একটি ভিডিওতে দেখা যায়, অমিতাভ বচ্চন জলসার বাইরে জড়ো হওয়া ভক্তদের  উদ্দেশ্যে একের পর এক উপহার ছুঁড়ে দিচ্ছেন। যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

তবে অনেকেই অমিতাভের এভাবে উপহার ছোঁড়া নিয়ে সমালোচনা করেছেন। একজন লিখেছেন, ‘এভাবে ছুঁড়ে দেওয়া খুব অমার্জিত আচরণ। কেউ তার দান চাননি।’ আরেকজন লেখেন, ‘আমার তো খুব খারাপই লাগল। জানি না এটাকে কেউ সমর্থন করবে কি না’।

এদিকে অমিতাভ বচ্চন সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কল্কি ২৮৯৮এডি-র সাফল্য নিয়ে কৃতজ্ঞতা ভরা একটি পোস্ট শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি  লিখেছেন, ‘টি ৫৬০২ - কল্কি-র ম্যাজিক ভিতরে এবং বাইরেও এবং এর জন্য আমার কৃতজ্ঞ।’

তিনি পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গে তা ভরে যায় মন্তব্যে। একজন লেখেন, ‘স্যার আপনার মতো আর কেউ নেই…এক এবং একমাত্র’। আরেকজন লিখেছেন, ‘অশ্বথামাকে আপনার চেয়ে ভালোভাবে আর কেউ ফুটিয়ে তুলতে পারত না।’

অশ্বথামা হিসেবে অমিতাভের লুক ছিল দুর্দান্ত। সাদা চুল-দাঁড়ি, চোখের নীচে গাঢ় কাজল আর কপালে হলুদ টিপ। প্রস্থেটিক মেক আপের সাহায্যে অমিতাভ থেকে অশ্বত্থমা হয়ে উঠেছিলেন বিগ বি। প্রতিদিন সেটে তিন থেকে চার ঘণ্টা মেক আপ করতে হত অমিতাভকে। ৮১ বছর বয়সী অভিনেতার জন্য যা খুব একটা সহজ নয়।

HK/FI
আরও পড়ুন