পান-মাসালার বিজ্ঞাপন নিয়ে অক্ষয় কুমার, অজয় দেবগনকে ঘিরে নেটিজেনরা সামাজ মাধ্যমে কটাক্ষ করছেন। বাদ যান নি শাহরুখ খানও। সুপারস্টার হয়ে কেন কোল্ড ড্রিঙ্কের মতো অস্বাস্থ্যকর জিনিস প্রচার করছেন, তা নিয়েও শাহরুখের বিরুদ্ধে ক্ষোভ জমা হয়েছে কিছু স্বাস্থ্য বিষয়ক সংস্থার।
কোল্ড ড্রিঙ্কের বিজ্ঞাপনে অভিনয় করা নিয়ে সেই কটাক্ষের কড়া জবাব দিলেন বলিউড কিং শাহরুখ খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড কিং জানান, ‘যারা মনে করছেন, কোল্ড ড্রিঙ্ক পান করা ভালো নয়, তারা এটাকে নিষিদ্ধ করার জন্য আবেদন জানাতে পারে। সরকার এগুলো নিষিদ্ধ করুক। সবাই জানে সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক। ভারতে কোল্ড ড্রিঙ্ক তৈরি করা বন্ধ হয়ে যাক। তাহলেই তো সব সমস্যার সমাধান।’
শাহরুখ আরও বলেন, ‘এগুলো নিষিদ্ধ হবে না, কারণ এগুলো বিক্রি হলে সরকারের ঘরে অর্থ আসে। সরকারে ঘরে যদি অর্থ আসে, তাহলে এক অভিনেতা হয়ে আমারও পারিশ্রমিক জুটছে। সেটাও তো বন্ধ হওয়া উচিত নয়।’
সাক্ষাৎকারে শাহরুখ খান সিনেমায় ধূমপানের দৃশ্য সেন্সর করা এবং সৃজনশীল স্বাধীনতার উপর বিধিনিষেধের ব্যাপক প্রভাব সম্পর্কে তার মতামতও দিয়েছিলেন।
শাহরুখ বলেন, দেখুন, বিষয়টি আরও গভীরভাবে ভেবে দেখতে হবে। আজ ধূমপান বন্ধ হলো। কাল কী? এবং এরপর এটি কোথায় গিয়ে থামবে? শিল্পমাধ্যমকে স্বাধীনভাবে থাকতে দেওয়া উচিত। আমি সত্যিই বিশ্বাস করি যে ভারতীয় জনগণ যথেষ্ট সচেতন এবং বুঝতে সক্ষম যে ধূমপান কতটা ক্ষতিকর। আর কোনো অভিনেতার ধূমপানের কারণে কেউ ধূমপান শুরু করবে এমনটি ভাবার কোন কারণ নেই। আমার মনে হয় ক্ষমতাবানদের উচিত ধূমপানের চেয়ে সিনেমায় আরও বড় স্বাস্থ্য সমস্যা নিয়ে ভাবা।
