আগামী দুই তিনদিনের মধ্যেই সাইফ আলি খান বাড়ি ফিরতে পারবেন বলে জানিয়েছেন লীলাবতী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (সিইও) নিরাজ উত্তামানি। খবর হিন্দুস্তান টাইমসের।
শুক্রবার (১৭ জানুয়ারি) নিরাজ উত্তামানি বলেন, ‘আইসিইউ থেকে হাসপাতালের একটি বিশেষ কক্ষে সাইফকে রাখা হয়েছে। তিনি সুস্থ আছেন। আগামী দুই তিনদিনের মধ্যে তিনি বাড়ি ফিরতে পারবেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা অস্ত্রোপচার হয় সাইফের। তার শরীরে থাকা ছুরির অংশও বের করা হয়। তার শরীরের ক্ষতেরও চিকিৎসা করা হয়।
উত্তামানি বলেন, ভোর ৫টায় অস্ত্রোপচার শুরু হয়। শেষ হয় সকাল সাড়ে ১০টায়। তার ক্ষতের দুটির অবস্থা ছিল মারাত্মক। অভিনেতার মেরুদণ্ডের কাছে দুটি গভীর ক্ষত এবং ঘাড়ে চারটি ক্ষত ছিল। তার শরীরে নিউরো সার্জারি এবং একটি প্লাস্টিক সার্জারি করা হয়েছে।

এদিকে, বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। তবে তিনি সাইফকে ছুরিকাঘাত করেছেন কি না বা সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ব্যক্তিই কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে, ভারতের মুম্বাইয়ে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন অভিনেতা সাইফ আলী খান। বুধবার (১৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে এ অভিনেতা শঙ্কামুক্ত হলেও আরও কিছু দিন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন।
প্রকাশ পেল সাইফ আলী খানের ওপর ‘হামলাকারীর’ ছবি
সংক্রমণের সম্ভাবনা রয়েছে সাইফের!
ডাকাতের ছুরিকাঘাতে আহত সাইফ আলি খান, হাসপাতালে ভর্তি