ভাইদের নিয়েই বোমা ফাটালেন সোনাক্ষী সিনহা

তবে সোনাক্ষি চুপ থাকলেও, বাবা শত্রুঘ্ন ঠিকই মুখ খুলেছেন। সোনাক্ষীর বিয়ে মেনে নিলেও তিনি মূলত ছেলেদের সমর্থনেই কথা বলেছেন। 

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১০:৩৮ এএম

গত বছরই জাহির ইকবালকে বিয়ে করেছিলেন সোনাক্ষী সিনহা। কিন্তু বিয়ের অনুষ্ঠানে দেখা যায়নি সোনাক্ষীর দুই ভাই লব ও কুশ। শোনা গেছে, ভিন্নধর্মে বিয়ের কারণে নাকি খুশি তারা। এমনি কী এক ভাই নাকি বিয়েতে মতই দেননি। এবার সেই ভাইদের নিয়েই সোনাক্ষী বোমা ফাটালেন। 

তার অভিযোগ, দুই ভাই লব ও কুশ তাকে হিংসা করতেন, এমনকি গায়েও হাত তুলতেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেছেন, একমাত্র মেয়ে হিসেবে পরিবারে তিনি ছিলেন সবার প্রিয়। বাবা-মা তো বটেই, আত্মীয়রা তাকে খুব আদর করতেন। এ কারণে ছোটবেলা থেকেই দুই ভাই তাকে হিংসা করতেন। গোপনে তাকে মারধরও করতেন! 

মূলত বিয়ের পর থেকেই সোনাক্ষি একাধিক বিতর্কে জড়িয়েছেন। জাহির ইকবালকে বিয়ে করায় তাকে নিয়ে কটাক্ষ কম হয়নি। তার বিয়েতে দুই ভাই উপস্থিত ছিলেন না। তবে বর্তমানে জাহিরকে নিয়ে ভাইদের সঙ্গে চলমান বিতর্কে মুখ খোলেননি তিনি। 

তবে সোনাক্ষি চুপ থাকলেও, বাবা শত্রুঘ্ন ঠিকই মুখ খুলেছেন। সোনাক্ষীর বিয়ে মেনে নিলেও তিনি মূলত ছেলেদের সমর্থনেই কথা বলেছেন।

তিনি বলেন, ‘আমি আসলে ওদের (দুই ছেলে) দোষ দেই না। ওদের প্রতিক্রিয়াটা আসলে সংস্কৃতিগত মতপার্থক্যের কারণে। আমার বয়স যদি ওদের মতো হত, আমিও হয়তো এ রকমই আচরণ করতাম। আমার বয়স ও অভিজ্ঞতার কারণে আসলে, আমার আচরণ ভিন্ন’।

যতই তাদের নিয়ে আলোচনা হোক না কেন বিয়ের পর ভালই আছেন সোনাক্ষী-জাহির। ভিনধর্মে বিয়ে, তা সত্ত্বেও ধর্ম পরিবর্তন করেননি সোনাক্ষী। অকপটেই জানিয়েছেন, জাহিরের প্রেমে তিনিই প্রথম পড়েন। বাড়িতে দুই ধর্মের উৎসবই পালন হয়ে থাকে। সব মিলিয়ে ভালোবাসায় আছেন দু'জনে। 

RA
আরও পড়ুন