ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এ আর রহমানের সুস্থতা কামনায় সাইরা, বললেন ‘আমরা এখনও স্বামী-স্ত্রী’

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৮:৪০ পিএম

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অস্কারজয়ী খ্যাতিমান সংগীত পরিচালক এ আর রহমান। এর আগে অসুস্থ হয়ে বুকে ব্যথা অনুভব করায় চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এদিকে তার স্ত্রী সাইরা বাণু তার ভক্তদের কাছে অনুরোধ করেছেন, তাকে ‘সাবেক স্ত্রী’ হিসেবে সম্বোধন না করতে। খবর এনডিটিভির

রোববার (১৬ মার্চ)  সাইরা এক ভয়েস নোট শেয়ার করেন যেখানে তিনি পরিস্থিতি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। শুরুতে সালাম দিয়ে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। আমি তার দ্রুত সুস্থতা কামনা করি। আমি খবর পেয়েছি তিনি বুকের ব্যথা অনুভব করেছিলেন এবং অ্যাঞ্জিওগ্রাফি করানো হয়েছে, তবে আল্লাহর রহমতে এখন তিনি ভালো আছেন, তিনি ভালো আছেন।

তিনি আরও বলেন, ‘আমি সবাইকে জানাতে চাই যে আমরা আনুষ্ঠানিকভাবে ডিভোর্স করিনি, আমরা এখনও স্বামী-স্ত্রী, শুধু যে কারণে আমরা আলাদা হয়েছি, তা হলো গত দুই বছর আমি ভালো অনুভব করছিলাম না এবং আমি চাইনি তাকে অতিরিক্ত চাপ দিতে, কিন্তু দয়া করে সাবেক স্ত্রী বলবেন না। আমরা শুধু আলাদা হয়েছি, তবে আমার প্রার্থনা সবসময় তার সঙ্গে থাকবে এবং আমি একটি কথা বলতে চাই সকলের কাছে, বিশেষ করে তার পরিবারের কাছে, দয়া করে তাকে অতিরিক্ত চাপ দেবেন না এবং তার যত্ন নেবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।

গত বছর, এ আর রহমান এবং তার স্ত্রী সাইরা বাণু তাদের বিচ্ছেদ ঘোষণা করেছিলেন।  তারা ২৯ বছর সংসার করেছেন এবং তাদের তিনটি সন্তান রয়েছে - ছেলে এ আর আমিন, এবং দুই মেয়ে খদিজা রহমান ও রাহিমা রহমান।  

NC
আরও পড়ুন