ঈদে কেমন চলছে সালমানের ‘সিকান্দার’?

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১০:১৫ এএম

ঈদে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত বলি তারকা সালমান খান অভিনীত সিনেমা ‘সিকান্দার’। প্রায় দুই বছরের বিরতির পর ভাইজানের নতুন ছবি এসেছে প্রেক্ষাগৃহে।  

এ ছবি ঘিরে দর্শকদের মাঝে রয়েছে অন্যরকম উত্তেজনা। তবে উত্তেজনার আঁচ পড়েনি ছবিটির বক্স অফিস আয়ে।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বক্স অফিসে এই ছবিটি ২৬ কোটি রুপি আয় করেছে। ফলে ঈদের সময়ে মুক্তি পেলেও তেমন ম্যাজিক দেখাতে পারেনি ‘সিকান্দার’। গড়তে পারেনি কোনো নতুন রেকর্ডও।

সিনে পাড়ার খবর, সালমান নিজেই তার ছবির যে উচ্চতা তৈরি করেছেন, তা-ও ছুঁতে পারেনি এ ছবি।

পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘টাইগার থ্রি’ ছবিটি বক্স অফিসে প্রথম দিন আয় করেছিল ৫৩ কোটি ৩০ লাখ টাকা। আর ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘সুলতান’ ছবির প্রথম দিনের আয় ছিল ৩৬ কোটি ৫৪ লাখ টাকা। এসবই সদ্য মুক্তি প্রাপ্ত ‘সিকান্দার’র তুলনায় অনেক বেশি।

পাশাপাশি বিশ্বব্যাপী বক্স অফিসের হিসেবেও আশানুরূপ সাফল্য পায়নি এ ছবি। শাহরুখের ‘জওয়ান’ যেখানে প্রথম দিন বিশ্বজুড়ে ব্যবসা করেছিল ১০৯ কোটি রুপি, সেখানে ‘সিকান্দার’র আয় মাত্র ৪৯ কোটি রুপি!

এ পরিস্থিতিতে সিনে বিশ্লেষকরা ‘সিকান্দার’র সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।

AA/br
আরও পড়ুন