বলিউডের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী উর্বশী রাউতেলা। বিতর্ক যেন তার পিছু ছাড়ে না। সম্প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে আবারও নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি। ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এবার তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন ভারতীয় পুরোহিতদের দু’টি সংগঠন। উত্তরাখণ্ড চারধাম তীর্থ পুরোহিত মহাপঞ্চায়েত এবং দ্য ব্রহ্ম কপাল তীর্থ পুরোহিত পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, উর্বশীর মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, উত্তরাখণ্ড চার ধাম তীর্থ এবং ব্রহ্ম গোপাল তীর্থ উর্বশীর এই মন্তব্যের বিরুদ্ধে আলাদা করে স্মারকলিপি জমা দিয়ে এই দাবি জানিয়েছে ডিজিপি দীপম শেঠিকে।
এই দুই সংগঠনের দাবি, উর্বশীর এই মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে এবং ভক্তদের মনে ক্ষোভ তৈরি করেছে। উর্বশীর পাশাপাশি যে ইউটিউব চ্যানেলে এই সাক্ষাৎকার সম্প্রচারিত হয়েছে, তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে।
উর্বশী মিথ্যা বিবৃতি দিয়েছেন বলেও দাবি করেছে এই সংগঠনগুলো। তাদের দাবি, অভিনেত্রীর মন্তব্য সনাতন ধর্ম এবং মা উর্বশী দেবীর ভক্তদের ভাবাবেগে আঘাত করেছে। স্থানীয় ভক্তদের মধ্যে ব্যাপক ক্ষোভ জন্মেছে এ নিয়ে।

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে উর্বশী বলেন, উত্তরে আমার নামে মন্দির আছে, এবার দক্ষিণেও চাই! তিনি দাবি করেন, বদ্রিনাথ মন্দিরের পাশেই নাকি রয়েছে তার নামাঙ্কিত ‘উর্বশী মন্দির’!ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা গেছে, আমি একেবারেই সিরিয়াস। ওখানে আমার নামে মন্দির রয়েছে। ভক্তরা প্রণাম করতে আসেন।
এরপর তিনি দাবি করেন, এবার দক্ষিণেও আমার নামে মন্দির চাই। ওখানে অনেক ছবিতে কাজ করেছি।
অভিনেত্রীর এমন দাবি শুনে ক্ষোভে ফেটে পড়েন উত্তর ভারতের পুরোহিতরা।
উর্বশীর টিমের তরফ থেকে এক বিবৃতি জানানো হয়েছে, অভিনেত্রী বলেছিলেন উত্তরাখণ্ডে তার নামে একটি মন্দির রয়েছে। তিনি বলেননি ওই মন্দিরটির নাম ‘উর্বশী রাউতেলা মন্দির’। বর্তমানে কেউ আর ঠিকমতো কথা শোনেন না। তারা শুধুমাত্র ‘উর্বশী’ এবং ‘মন্দির’ শব্দ দুটি শুনেছেন। আর তা দেখেই ধরে নিয়েছেন অভিনেত্রী নিজেকে দেবী বলে দাবি করেছেন। দয়া করে নিজের মতামত দেওয়ার আগে ভিডিওটি ভালো করে দেখুন।
