বলিউড তারকা সাইফ আলী খান চলতি বছরের শুরুর দিকে হামলার শিকার হন। তখনই স্ত্রী কারিনা কাপুর তাদের বাড়তি নিরাপত্তার কথা ভেবিছিলেন।

এরপর থেকে তাদের বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়। এবার আরো বেশি নিরাপত্তার জন্য নাকি তারা একেবারে দেশ ছেড়ে অন্যত্র সংসার পাততে চলেছেন। শোনা যাচ্ছে, কাতারের রাজধানী দোহায় বসবাস করবেন এই তারকা দম্পতি।

মঙ্গলবার (২২ এপ্রিল) ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজারের এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়।
প্রতিবেদনে জানা যায়, দোহার সেন্ট রেগিস মারসা আরবিয়া দ্বীপে নিজেদের জন্য একটা বাড়ি কিনেছেন সাইফ।
এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তিনি এমন একটা জায়গায় বাড়ি চেয়েছিলেন, যা ভারত থেকে খুব দূরে হবে না। আবার নিরাপদ, শান্তিপূর্ণ ও বিলাসবহুল হবে।
সাইফ জানান, ওখানে বাড়ি কেনার আগে কয়েকটা বিষয় মাথায় ছিল। তার মধ্যে নিরাপত্তার বিষয়টি ছিল অন্যতম। তা ছাড়া ওখানকার খাওয়াদাওয়া ও জীবনযাত্রার মধ্যে কোনো চিন্তা নেই।
