ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জুবিনের নিরাপত্তাকর্মীর অ্যাকাউন্টে কোটি টাকা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ পিএম

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যু নিয়ে ক্রমশ তৈরি হচ্ছে ধোঁয়াশা। বিশেষ করে, তার দুই নিরাপত্তাকর্মীর ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি রুপির লেনদেন! এই লেনদেনের সঙ্গে জুবিনের মৃত্যুর কী যোগসূত্র? সেই প্রশ্নে এখন সরগরম আসামসহ গোটা ভারত। এ মুহূর্তে ঘটনার তদন্তভার বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) হাতে।

ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন চারজন- জুবিনের ব্যক্তিগত সহায়ক সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী, ‘নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের আয়োজক শ্যামকানু মহান্ত এবং সংগীতশিল্পী অমৃতপ্রভ মহান্ত।

জানা গেছে, মৃত্যুর আগের রাতে জুবিনকে ঘুমাতে দেওয়া হয়নি। পরদিন বিনোদনের অজুহাতে তাকে সমুদ্রে নামানো হয়- লাইফ জ্যাকেট ছাড়াই! অথচ তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন। স্বাভাবিকভাবেই, এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন তার অনুরাগীরা।

এ তথ্য প্রকাশ্যে আসার পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ‘ইডি’র (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) কাছে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন। জুবিনের মৃত্যুর ঘটনায় কোনো আর্থিক বিষয় জড়িত কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখতে বলা হয়েছে। হিমন্ত এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আশা করি কেন্দ্রীয় সংস্থা এই বিষয়টি খতিয়ে দেখবে।’

এদিকে গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয়েছে জুবিনের। আসামের মুখ্যমন্ত্রী গায়কের অনুরাগীদের সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন। যদি তদন্তে অনুরাগীরা সন্তুষ্ট না হন, তা হলে সিবিআই তদন্তের কথাও বলেছেন তিনি।

LH/FJ
আরও পড়ুন