ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘সাইয়ারা’ জুটির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ!

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:০৫ এএম

চলতি বছর ‘সাইয়ারা’ সিনেমা দিয়ে বলিউড পেয়েছে নতুন রোমান্টিক জুটি। সেই জুটিতে দুই মাস বুঁদ হয়ে ছিল গোটা বলিউড। সিনেমার নবাগত জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডার রোমান্টিক সমীকরণে মুগ্ধ হয়েছে দর্শক। তবে বাস্তবেও তাদের প্রেমের সম্পর্কে — এমন গুঞ্জন ছিল। এবার সেই গুঞ্জনে ঘি ঢাললেন স্বয়ং আহান পান্ডে?

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্ট্রাগ্রামে অনীত পাড্ডার সঙ্গে আহান একান্ত মুহূর্তের ছবি শেয়ার করেছেন। আর তাতেই প্রশ্ন উঠেছে ‘সম্পর্কে’ সিলমোহর দিলেন আহান!

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

সোমবার (১৩ অক্টোবর) ২৩ বছরে পা দিয়েছেন অনীত। জন্মদিন উপলক্ষে একান্ত মুহূর্তের ছবি শেয়ার করে নিলেন তারা। আহানের শেয়ার করা ছবিগুলো ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’-র কনসার্টের। চলতি বছরের শুরুতে ভারতের মুম্বাইয়ে এই কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে বোঝা যাচ্ছে সাইয়ারা জুটি একসঙ্গে উপযোগ করেছেন কোল্ডপ্লের এই কনসার্ট।

আহানের ইনস্ট্রা একাউন্টের ছবিতে দেখা যাচ্ছে, আহান চোখ বুজে কনসার্ট উপভোগ করছেন। তার মাথার সাথে নিজের মাথা লাগিয়ে রেখেছেন অনীত। তার চোখেমুখে উল্লাসের ছাপ। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে- অনীত ফায়ার শো- দেখে বেশ আনন্দ প্রকাশ করছেন। আরেকটি ক্লিপে নিজেদের এলইডি রিস্টব্যান্ড দোলাচ্ছেন তারা।

‘সাইয়ারা’ মুক্তি পাওয়ার বেশ আগেই হয়েছিল এই অনুষ্ঠান। তাই অনুরাগীদের ধারাণা, ছবির শুটিং থেকেই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। যদিও তারা দুজনেই এই সম্পর্ক নিয়ে কখনই মুখ খুলেননি। তবে কাজের বাইরেও দুজনকেই ঘনঘন বিভিন্ন স্থানে দেখা যায়। এদিকে ভক্তরা ইতিমধ্যে এই জুটিকে আগামী প্রজন্মের ‘সেরা বলিউড জুটি’ বলে অ্যাখ্যা দিয়েছেন।

সম্প্রতি অনীত পাড্ডা প্রসাধনী ব্র্যান্ড ল্যাকমের অ্যাম্বাসেডর হয়ে আত্মপ্রকাশ করেছেন। ল্যাকমের প্রোগ্রামে শাড়ি ও গহনা পরে সবার দৃষ্টি কেড়েছেন। তাকে নিয়ে ডিজাইনার তরুণ তাহিলিয়ানি বলেছেন, অনীত খুব কমবয়সী এবং নিষ্পাপ সুন্দরী। আমি কেবল তার একটি ছবি দেখেছি। আমি যা শুনেছি তার সব ওর মধ্যে আছে। আমি ল্যাকমেকে বলেছি দুর্দান্ত ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

এদিকে, আহান পান্ডে যশরাজ ফিল্মের নতুন ছবি অভিনয় করতে যাচ্ছেন। এতে তার বিপরীতে রয়েছে শাবর্রী বলে জানা গেছে।

গত ১২ সেপ্টেম্বর মুক্তি পায় মোহিত সুরির মিউজিক্যাল রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’। বিশ্বব্যাপী ৫৭৯ কোটি টাকা ব্যবসা করে সিনেমাটি বক্স অফিসে ধামাকা সৃষ্টি করে। সেই সঙ্গে আহান-অনীত জুটির রসায়নও আলোড়ন ফেলে দর্শকদের মাঝে।

AHA
আরও পড়ুন